কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাবির মাঠে ঢাবির ক্রিকেট টিমের ওপর হামলা

রাবির মাঠে ঢাবির ক্রিকেট টিমের ওপর হামলা। ছবি : কালবেলা
রাবির মাঠে ঢাবির ক্রিকেট টিমের ওপর হামলা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনালে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৬ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। একপর্যায়ে উভয় দলকে যৌথ বিজয়ী ঘোষণা করেছে রাবি প্রশাসন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাবির কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটের ফাইনাল খেলা চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় মাঠে ঢুকে রাবির কয়েকশ’ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

এ হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের সিফাত (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), ইমন (মনোবিজ্ঞান), তূর্য (পদার্থবিজ্ঞান) ও রোকন (সমাজবিজ্ঞান) সহ ৬-৭ জন শিক্ষার্থী আহত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক শাহাদাত হোসাইন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি কালবেলাকে জানান, টি-২০ ফরম্যাটে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪৯ রান করে ঢাকা বিশ্ববিদ্যালয় দল। ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১৩০ রান করে রাজশাহী বিশ্ববিদ্যালয় দল। এরপর উনিশতম ওভারের দ্বিতীয় বলে নবম উইকেটের পতন হলে হার নিশ্চিত জেনে রাবির শিক্ষার্থীরা মাঠে নেমে পড়ে এবং ঢাবির খেলোয়াড়দের প্রতি মারমুখী হয়ে ওঠে।

তিনি বলেন, এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত মিলে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা করে। স্ট্যাম্প তুলে শিক্ষার্থীদের পেটাতে থাকে। এ সময় কয়েকজন শিক্ষার্থীর মাথায় বাড়ি লেগেছে। সেখান থেকে কোনোমতে পালিয়ে ড্রেসিংরুমে গেলে সেখানেও হামলার শিকার হন শিক্ষার্থীরা। হামলায় আহত ছয় থেকে সাতজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ঢাবির শারীরিক শিক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী কালবেলাকে বলেন, গত বছর তারা (রাবি) ঢাবিতে এসে খেলে গেছে কোনো ঝামেলা ছাড়াই। এবার সেখানে খেলতে গেলে শুরু থেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করবে জানানোয় সেই ভরসায় শিক্ষার্থীরা মাঠে নামে। কিন্তু তারা প্রতিশ্রুতি রাখতে পারেনি। ঢাবি ক্রিকেট দল যখন ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে সেটি সইতে না পেরে তারা শিক্ষার্থীরদের ওপর হামলা করল। ভিডিও ক্লিপে দেখেছি- নিরাপত্তা দড়ি ছিঁড়ে তারা কীভাবে শিক্ষার্থীদের ওপর হামলে পড়ল।

তিনি বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি বিচার দাবি করছি। বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি যদি ব্যবস্থা না নেন, তাহলে ভবিষ্যতে ঢাকার বাইরে শিক্ষার্থী খেলতে পাঠাব না।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় তিন সদস্যের কমিটি গঠন করেছে বলে জানা গেছে। জানতে চাইলে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার কালবেলাকে বলেন, এরই মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন হবে।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’ এর সভাপতি ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান কালবেলাকে বলেন, দুই পক্ষের সাথেই কথা হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ঢাবি কর্তৃপক্ষের প্রতিবাদ

এদিকে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় ঢাবি ক্রিকেট দলের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের হামলাকে ‘অখেলোয়াড়সুলভ’ এবং ‘অনাকাঙ্ক্ষিত; বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আয়োজনকারী বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ব থেকেই বিশেষ সতর্কতা ও সার্বিক শৃংখলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। স্বাগতিক ভেন্যু হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল প্রতিপক্ষ টিমকে সম্মান দেখানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় গভীর উদ্বেগ, ক্ষোভ, প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে ক্যানসারের মতো বড় সমস্যা

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

এসিআই মটরসে চাকরির সুযোগ

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

১০

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

১১

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

১২

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

১৩

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১৪

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১৫

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১৭

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৮

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৯

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

২০
X