ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে তিন দিনব্যাপী জাপানিজ স্টাডিজ ডে অনুষ্ঠানের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী জাপানিজ স্টাডিজ ডে অনুষ্ঠানের উদ্বোধন। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী জাপানিজ স্টাডিজ ডে অনুষ্ঠানের উদ্বোধন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের সাত বছর পূর্তি উপলক্ষে জাপানিজ স্টাডিজ ডে (ডিজেএস কার্নিভাল: একাডেমিক, স্পোর্টস এন্ড কালচার- ২০২৪) আয়োজন করেছে বিভাগটি।

রোববার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এই আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), মিতসুবিশি করপোরেশন লিমিটেড, নিউভিশন সলিউশন্স লিমিটেড, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রতিনিধিসহ আরও অনেক সংশ্লিষ্ট দেশি-বিদেশি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউভিশন সলিউশন্স লিমিটেডের মহাপরিচালক তারেক রাফি ভূঁইয়া জুন, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলি সাব্রিন এবং জাপান ফাউন্ডেশনর দিল্লীর ব্যবস্থাপনা পরিচালক কোজি সাতো।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, জাপানিজ স্টাডিজ বিভাগ অপেক্ষাকৃত নতুন হলেও শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে পুরো বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ছাড়াও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্কের ক্ষেত্রে এই বিভাগ অন্যান্যদের জন্য উদাহরণ সৃষ্টি করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে তারেক বলেন, এই বিভাগের শিক্ষার্থীদের জন্য জাপানিজ কোম্পানিগুলোতে কাজ করার অবারিত সুযোগ রয়েছে। ইতোমধ্যে যারা কাজ করছেন, তারা বেশ সুনামের সাথে এই বিভাগের নাম সমুজ্জ্বল করছেন।

বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলি সাব্রিন বলেন, এই বিভাগ জাপান-বাংলাদেশ সম্পর্ক অন্য পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে।

জাপান ফাউন্ডেশন দিল্লির ব্যবস্থাপনা পরিচালক কোজি সাতো বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং 'জাপানিজ স্টাডিজ ডে' উদযাপন একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব শিবলী নোমান।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ জাপান ও পূর্ব এশিয়ার অর্থনীতি, রাজনীতি, ব্যবসা, সমাজ, জাপানি ভাষা-সাহিত্য-সংস্কৃতি, দর্শন, ধর্ম, আন্তর্জাতিক সম্পর্ক ও বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও অধ্যয়ন করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি বেচে দিলেন সোনু সুদ

বাইচের নৌকা ডুবে নিহত ২

মার্কিন আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষিত

বায়ুদূষণে চ্যাম্পিয়ন কামপালা, ঢাকার অবস্থান কত

সব সময় ক্লান্ত লাগার ৫ সাধারণ কারণ

পরীক্ষামূলকভাবে আজ শুরু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

১০

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে : নীরব

১১

ওরিকে স্বামী বললেন জাহ্নবী

১২

ওজন কমানো নিয়ে প্রচলিত কিছু মেডিকেল মিথ

১৩

উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১১

১৪

জাতীয় পার্টি নিষিদ্ধ ও কাদেরকে গ্রেপ্তার দাবি লায়ন ফারুকের

১৫

নাফ নদীতে বেপরোয়া আরাকান আর্মি, উপকূলজুড়ে আতঙ্ক

১৬

খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, মিলেছে ৩২ বস্তা টাকা

১৭

এক মঞ্চে কিম, পুতিন ও শি জিনপিং

১৮

ভিন্ন রূপে হানিয়া

১৯

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

২০
X