শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে তিন দিনব্যাপী জাপানিজ স্টাডিজ ডে অনুষ্ঠানের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী জাপানিজ স্টাডিজ ডে অনুষ্ঠানের উদ্বোধন। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী জাপানিজ স্টাডিজ ডে অনুষ্ঠানের উদ্বোধন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের সাত বছর পূর্তি উপলক্ষে জাপানিজ স্টাডিজ ডে (ডিজেএস কার্নিভাল: একাডেমিক, স্পোর্টস এন্ড কালচার- ২০২৪) আয়োজন করেছে বিভাগটি।

রোববার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এই আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), মিতসুবিশি করপোরেশন লিমিটেড, নিউভিশন সলিউশন্স লিমিটেড, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রতিনিধিসহ আরও অনেক সংশ্লিষ্ট দেশি-বিদেশি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউভিশন সলিউশন্স লিমিটেডের মহাপরিচালক তারেক রাফি ভূঁইয়া জুন, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলি সাব্রিন এবং জাপান ফাউন্ডেশনর দিল্লীর ব্যবস্থাপনা পরিচালক কোজি সাতো।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, জাপানিজ স্টাডিজ বিভাগ অপেক্ষাকৃত নতুন হলেও শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে পুরো বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ছাড়াও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্কের ক্ষেত্রে এই বিভাগ অন্যান্যদের জন্য উদাহরণ সৃষ্টি করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে তারেক বলেন, এই বিভাগের শিক্ষার্থীদের জন্য জাপানিজ কোম্পানিগুলোতে কাজ করার অবারিত সুযোগ রয়েছে। ইতোমধ্যে যারা কাজ করছেন, তারা বেশ সুনামের সাথে এই বিভাগের নাম সমুজ্জ্বল করছেন।

বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলি সাব্রিন বলেন, এই বিভাগ জাপান-বাংলাদেশ সম্পর্ক অন্য পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে।

জাপান ফাউন্ডেশন দিল্লির ব্যবস্থাপনা পরিচালক কোজি সাতো বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং 'জাপানিজ স্টাডিজ ডে' উদযাপন একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব শিবলী নোমান।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ জাপান ও পূর্ব এশিয়ার অর্থনীতি, রাজনীতি, ব্যবসা, সমাজ, জাপানি ভাষা-সাহিত্য-সংস্কৃতি, দর্শন, ধর্ম, আন্তর্জাতিক সম্পর্ক ও বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও অধ্যয়ন করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা–ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১০

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১১

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৩

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৪

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৫

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১৬

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১৭

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১৮

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৯

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

২০
X