ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে তিন দিনব্যাপী জাপানিজ স্টাডিজ ডে অনুষ্ঠানের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী জাপানিজ স্টাডিজ ডে অনুষ্ঠানের উদ্বোধন। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী জাপানিজ স্টাডিজ ডে অনুষ্ঠানের উদ্বোধন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের সাত বছর পূর্তি উপলক্ষে জাপানিজ স্টাডিজ ডে (ডিজেএস কার্নিভাল: একাডেমিক, স্পোর্টস এন্ড কালচার- ২০২৪) আয়োজন করেছে বিভাগটি।

রোববার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এই আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), মিতসুবিশি করপোরেশন লিমিটেড, নিউভিশন সলিউশন্স লিমিটেড, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রতিনিধিসহ আরও অনেক সংশ্লিষ্ট দেশি-বিদেশি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউভিশন সলিউশন্স লিমিটেডের মহাপরিচালক তারেক রাফি ভূঁইয়া জুন, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলি সাব্রিন এবং জাপান ফাউন্ডেশনর দিল্লীর ব্যবস্থাপনা পরিচালক কোজি সাতো।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, জাপানিজ স্টাডিজ বিভাগ অপেক্ষাকৃত নতুন হলেও শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে পুরো বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ছাড়াও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্কের ক্ষেত্রে এই বিভাগ অন্যান্যদের জন্য উদাহরণ সৃষ্টি করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে তারেক বলেন, এই বিভাগের শিক্ষার্থীদের জন্য জাপানিজ কোম্পানিগুলোতে কাজ করার অবারিত সুযোগ রয়েছে। ইতোমধ্যে যারা কাজ করছেন, তারা বেশ সুনামের সাথে এই বিভাগের নাম সমুজ্জ্বল করছেন।

বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলি সাব্রিন বলেন, এই বিভাগ জাপান-বাংলাদেশ সম্পর্ক অন্য পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে।

জাপান ফাউন্ডেশন দিল্লির ব্যবস্থাপনা পরিচালক কোজি সাতো বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং 'জাপানিজ স্টাডিজ ডে' উদযাপন একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব শিবলী নোমান।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ জাপান ও পূর্ব এশিয়ার অর্থনীতি, রাজনীতি, ব্যবসা, সমাজ, জাপানি ভাষা-সাহিত্য-সংস্কৃতি, দর্শন, ধর্ম, আন্তর্জাতিক সম্পর্ক ও বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও অধ্যয়ন করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় আসাদের পতনের পর ২১ অভিযান মার্কিন জোটের

সবার থেকে আপনার শীত বেশি লাগছে, জেনে নিন কারণ কী

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবার গোলাগুলি

ভারতের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুষ্ক আবহাওয়ায় ঢাকায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে

সিরিয়ার জ্বালানি খাতকে সুযোগ হিসেবে দেখছে পশ্চিমারা

বিয়ের বৈঠকে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

রাজধানীতে আজ কোথায় কী

১০

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমে ১১ ডিগ্রিতে

১১

৬ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

৬ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৪

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

১৫

নতুন প্রজন্ম শান্তিপূর্ণ রাজনীতি প্রত্যাশা করে : ইশরাক

১৬

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

১৭

‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন’

১৮

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

১৯

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০
X