কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৩:১২ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ১০০ কোটি টাকার অডিট আপত্তি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাস। ছবি : সংগৃহীত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাস। ছবি : সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চলমান উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়ম ও অসংগতি ধরা পড়েছে। সম্প্রতি দেশের সর্বোচ্চ অডিট প্রতিষ্ঠান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) থেকে প্রকাশিত ২০২২-২৩ নিরীক্ষা বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্টে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে পাবিপ্রবির ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে ১০০ কোটি টাকার ওপরে আর্থিক অনিয়ম ও অসংগতির তথ্য উঠে আসে।

প্রকাশিত প্রতিবেদনে সিএজির কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়টির আর্থিক খরচের ক্ষেত্রে মোট ৩০টি বিষয়ে আপত্তি জানিয়েছে, যার মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে। অডিট শেষে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, অভিযুক্ত বিশ্ববিদ্যালয়কেই এ টাকা নিয়ম অনুযায়ী খরচ হয়েছে মর্মে প্রমাণ করতে হবে। নতুবা সংশ্লিষ্ট ব্যক্তিদের টাকা ফেরত দিতে হবে। এখন না দিলে পেনশন থেকে কেটে নেওয়া হবে।

১৫টি বিষয়ে অডিট আপত্তির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রকল্পের বিভিন্ন খাতে বাজেট বরাদ্দের অতিরিক্ত অনিয়মিত ব্যয় ৫২ কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা, ডিডিপি লঙ্ঘন করে উন্মুক্ত দরপত্র পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে আর্থিক ক্ষমতাবহির্ভূত অনিয়মিতভাবে আসবাবপত্র সরবরাহের জন্য ১৫ কোটি ৪০ লাখ ৩০ হাজার ১৩৩ টাকার কার্যাদেশ, ঠিকাদারের বিল হতে জামানত কর্তনের নামে কর্তনযোগ্য জামানাতের অতিরিক্ত অর্থ প্রকল্প হিসাব হতে অনিয়মিতভাবে জামানত হিসেবে ১৫ কোটি ৫৫ লাখ ৯০ হাজার ৫৮৬ টাকা স্থানান্তর, ঠিকাদার দিয়ে নিম্নমানের বই সরবরাহের উদ্যোগ গ্রহণ করায় সরকারের আর্থিক ক্ষতির আশঙ্কা ১২ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৬৭ টাকা, ডিপিপিতে নির্ধারিত কাজ বাস্তবায়ন না করে কম কাজ বাস্তবায়ন করায় ৯ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা আর্থিক ক্ষতি, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের অর্থ বিধিবহির্ভূতভাবে অন্য ব্যাংক হিসাবে ৭ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৫৯৯ টাকা স্থানান্তর, চুক্তিমূল্যের অতিরিক্ত অর্থ ঠিকাদারকে পরিশোধ করায় ৪১ লাখ ২৬ হাজার টাকা ক্ষতি, ডিডিপি মোতাবেক প্রকল্প কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে না পারায় মূল চুক্তি মূল্য বৃদ্ধি করে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সংশোধিত চুক্তি স্বাক্ষর করায় ২৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকার আর্থিক ক্ষতি, কোনোরূপ আর্থিক বিধিবিধান অনুসরণ ছাড়াই গাড়ির জ্বালানি সরবরাহকারী ফিলিং স্টেশনকে প্রাপ্যতাবিহীন সুবিধা প্রদানের লক্ষ্যে ৩৭ লাখ টাকা অগ্রিম প্রদান করা।

এ ছাড়া প্রকল্প নিয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বিতভাবে অডিট আপত্তি এসেছে। এগুলো হলো বাজেট বরাদ্দ ছাড়াই প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় করায় আর্থিক ক্ষতি ৩১ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ২৭৮ টাকা, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিশোধিত বিল থেকে নির্ধারিত হারের আয়কর কর্তন না করায় সরকারের ২ কোটি ৪২ লাখ ৩৮৪ টাকার রাজস্ব ক্ষতি, বিভিন্ন প্রতিষ্ঠানের বিল হতে নির্ধারিত হারে ভ্যাট কর্তন না করা করায় সরকারের ১ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৯৭১ টাকা রাজস্ব ক্ষতি, প্রকল্পের জামানত হিসেবে অর্জিত সুদ সরকারি কোষাগারে জমা প্রদান না করায় সরকারের ১ কোটি ৪০ লাখ ৩৯ হাজার ২৭৪ টাকা রাজস্ব ক্ষতি, প্রচার ও বিজ্ঞাপন বিল হতে নির্ধারিত হারে সার্ভিস কর্তন না করায় ১ লাখ ১০ হাজার ৬৯৭ টাকা রাজস্ব ক্ষতি, ঠিকাদারের চুক্তি মূল্যের ওপর বিমা না করায় বিমা প্রিমিয়াম এবং প্রিমিয়ামের ওপর ভ্যাটসহ ৩ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৭৪৭ টাকার রাজস্ব ক্ষতি।

অডিট রিপোর্ট থেকে দেখা যায়, প্রকল্পের ১৫টি অডিট আপত্তির মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০টি আপত্তির জবাব দিয়েছে। ৫টি অডিট আপত্তি গ্রহণ করলেও সেগুলোর কোনো জবাব দেয়নি।

এ বিষয়ে প্রকল্প পরিচালক লে. কর্নেল (অব.) আজিজুর রহমান বলেন, ‘আমি ঢাকায় আছি, অডিট যা দিয়েছে সব আমার মনে নেই। অডিট আপত্তি যা আসছে, সব উত্তর আমরা অডিট রিপোর্টে দিয়েছি।’

সবগুলো অডিট আপত্তির বিষয়ে পরে কথা বলবেন বলেও জানান তিনি।

প্রশ্নপত্র পাঠানোর পরে বুধবার উপাচার্যের মন্তব্যের বিষয়ে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক ফারুক চৌধুরী বলেন, এ তথ্যগুলো আগের ২০২১-২২ এর এই উপাচার্য তখন আসেনি। যেহেতু আগের তথ্য সেহেতু উপাচার্য কীভাবে বলবেন! এ বিষয়ে উপাচার্যের কোনো মন্তব্য নেই। আপনি যেভাবে তথ্য চেয়েছেন সেভাবে হবে না। আপনাকে তথ্য অধিকার আইনে তথ্য চাইতে হবে। তারপর আমরা স্ব স্ব দপ্তরগুলোতে তথ্যগুলো চাইব। তারা তথ্যগুলো দিলে তারপর উপাচার্য এ বিষয়ে মন্তব্য করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন 

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

১০

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১১

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১২

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১৩

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৪

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৫

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৬

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৭

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৯

ফিরছেন দীপিকা 

২০
X