বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩৩
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবিতে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

যবিপ্রবি সাংবাদিক সমিতির ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। ছবি : কালবেলা
যবিপ্রবি সাংবাদিক সমিতির ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে এ আয়োজন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গণমাধ্যমের ভূমিকা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন করে সংগঠনটি।

সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র একাডেমিক ভবনের সামনে দুদিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এ সময় প্রদর্শনী স্টল পরিদর্শন করেন ১৯৭১ সালের মার্চ মাসে ঢাকার রাস্তায় ডামি রাইফেল হাতে মহড়ার নেতৃত্বদানকারী নারী বীর মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানা রাকা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নুহ উল আলম লেনিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

প্রদর্শনীতে দেশভাগ থেকে শুরু করে ’৫২-এর ভাষা আন্দোলন, বাঙালির স্বাধীনতার সংগ্রাম, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, সংবাদপত্রে প্রকাশিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণহত্যা, মুক্তিযুদ্ধে নারীর অবদান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির সূর্যসন্তান, শরণার্থী শিবিরসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ ছবি প্রদর্শন করা হয়।

এ আয়োজন নিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, এই ছবিগুলো ইতিহাসের সাক্ষী। ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে ইতিহাস বিকৃত করা হয়। যার কারণে আমাদের অনেক তরুণ বিকৃত ইতিহাসে বিভ্রান্ত। কিন্তু এ ধরনের ঐতিহাসিক ছবি প্রদর্শনী তরুণদের সঠিক ইতিহাস জানতে ভূমিকা রাখবে। ইতিহাসের সঠিক তথ্য জানাতে এ ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি হওয়া উচিত। এ ধরনের আয়োজনের জন্য যবিপ্রবি সাংবাদিক সমিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. জহুরুল ইসলাম বলেন, এই ধরনের আলোকচিত্র প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নতুন করে জানার সুযোগ করে দেবে। তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এই আলোকচিত্র প্রদর্শনী। এতে সংবাদপত্রে দেশভাগ থেকে শুরু করে চূড়ান্ত বিজয় পর্যন্ত পুরো ইতিহাস সংক্ষিপ্ত আকারে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলে আশা রাখি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনিসুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম, সহকারী পরিচালক ড. তানভীর আহমেদ, উপাচার্যের একান্ত সচিব ও যবিপ্রবিসাসের উপদেষ্টা আব্দুর রশিদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল প্রমুখ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকতা কর্মচারী, ডিবেট ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১০

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১১

বিজয় থালাপতি এখন বিপাকে

১২

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৩

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৪

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৫

সুর নরম আইসিসির

১৬

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৭

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৮

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৯

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

২০
X