যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবিতে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

যবিপ্রবি সাংবাদিক সমিতির ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। ছবি : কালবেলা
যবিপ্রবি সাংবাদিক সমিতির ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে এ আয়োজন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গণমাধ্যমের ভূমিকা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন করে সংগঠনটি।

সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র একাডেমিক ভবনের সামনে দুদিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এ সময় প্রদর্শনী স্টল পরিদর্শন করেন ১৯৭১ সালের মার্চ মাসে ঢাকার রাস্তায় ডামি রাইফেল হাতে মহড়ার নেতৃত্বদানকারী নারী বীর মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানা রাকা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নুহ উল আলম লেনিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

প্রদর্শনীতে দেশভাগ থেকে শুরু করে ’৫২-এর ভাষা আন্দোলন, বাঙালির স্বাধীনতার সংগ্রাম, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, সংবাদপত্রে প্রকাশিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণহত্যা, মুক্তিযুদ্ধে নারীর অবদান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির সূর্যসন্তান, শরণার্থী শিবিরসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ ছবি প্রদর্শন করা হয়।

এ আয়োজন নিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, এই ছবিগুলো ইতিহাসের সাক্ষী। ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে ইতিহাস বিকৃত করা হয়। যার কারণে আমাদের অনেক তরুণ বিকৃত ইতিহাসে বিভ্রান্ত। কিন্তু এ ধরনের ঐতিহাসিক ছবি প্রদর্শনী তরুণদের সঠিক ইতিহাস জানতে ভূমিকা রাখবে। ইতিহাসের সঠিক তথ্য জানাতে এ ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি হওয়া উচিত। এ ধরনের আয়োজনের জন্য যবিপ্রবি সাংবাদিক সমিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. জহুরুল ইসলাম বলেন, এই ধরনের আলোকচিত্র প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নতুন করে জানার সুযোগ করে দেবে। তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এই আলোকচিত্র প্রদর্শনী। এতে সংবাদপত্রে দেশভাগ থেকে শুরু করে চূড়ান্ত বিজয় পর্যন্ত পুরো ইতিহাস সংক্ষিপ্ত আকারে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলে আশা রাখি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনিসুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম, সহকারী পরিচালক ড. তানভীর আহমেদ, উপাচার্যের একান্ত সচিব ও যবিপ্রবিসাসের উপদেষ্টা আব্দুর রশিদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল প্রমুখ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকতা কর্মচারী, ডিবেট ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে অফিস ঘেরাও

এভারেস্ট উপত্যকায় শতাধিক পর্যটক আটকা, উদ্ধার অভিযান চলছে

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আয়োজনে বক্তারা / জন্ম ও মৃত্যু নিবন্ধন সর্বজনীন করতে আইন সংস্কার অপরিহার্য

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

ভর্তার স্বাদ বাড়াতে জানুন ছোট্ট কিন্তু দারুণ কিছু টিপস

ট্রেনে কুবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক

যাই দেখছি সব নতুন লাগছে, বিসিবি নির্বাচনে ভোট দিয়ে আমিনুল

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

১০

‘উপসর্গ থাকলেও নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়’

১১

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি আরব

১২

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৪

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

১৫

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

১৬

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

১৭

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

১৮

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

১৯

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

২০
X