চবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ‘বেস্ট মেমোরিয়াল এওয়ার্ড’ পেলেন চবির তিন শিক্ষার্থী

ভারতে ‘বেস্ট মেমোরিয়াল এওয়ার্ড’ জিতলেন চবির তিন শিক্ষার্থী । ছবি : কালবেলা
ভারতে ‘বেস্ট মেমোরিয়াল এওয়ার্ড’ জিতলেন চবির তিন শিক্ষার্থী । ছবি : কালবেলা

ভারতের মানিপাল ল স্কুলের উদ্যোগ আয়োজিত ‘TMA PAI INTERNATIONAL MOOT COURT COMPETITION-2024’ এ ‘বেস্ট মেমোরিয়াল এওয়ার্ড’ জিতেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী।

টিম ইউনিভার্সিটি অফ চিটাগংয়ের তিন সদস্য হলেন ইতমিনান মনির বাসিলিস, মনিরুল ইসলাম হৃদয় ও ইসমিতা আজম। তারা আইন বিভাগের শিক্ষার্থী। ভারত, শ্রীলংকা, কেনিয়া, নেপাল ও বাংলাদেশসহ বিশ্বের ১৬টি টিমের মধ্য থেকে ‘বেস্ট মেমোরিয়াল এওয়ার্ড’ অর্জন করেন তারা।

গত ৩০-৩১ মার্চ দুই দিনব্যাপী ব্যাঙ্গালোরের মানিপাল ল স্কুলে এ আন্তর্জাতিক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে ক্লাইমেট মেমোরিয়ালের উপর রিটেন সাবমিট করে বিশ্বের বিভিন্ন প্রতিযোগী টিমের মধ্য থেকে চূড়ান্ত পর্বে জায়গায় করে নেয় টিম ইউনিভার্সিটি অফ চিটাগং। পরে ৩০-৩১ মার্চ অনুষ্ঠিত হওয়া চূড়ান্ত পর্বে বিশ্বের ১৫টি টিমের ৪৫ জন প্রতিযোগিতাকে হারিয়ে ‘বেস্ট মেমোরিয়াল এওয়ার্ড’ জিতে নেয় টিম ইউনিভার্সিটি অফ চিটাগং।

এ বিষয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে ইতমিনান মনির বাসিলিস বলেন, আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আন্তর্জাতিকভাবে চবির আইন বিভাগের খ্যাতি ও দেশের সম্মান অর্জনে ভূমিকা রাখতে পেরেছি ভেবে অনেক ভালো লাগছে। এটা আমাদের গৌরবের বিষয়।

প্রতিযোগিতার বিচারকরা পরে আলাদা করে ডেকে আমাদেরকে বলেছিলেন, বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেভাবে অগ্রসর হচ্ছে, তারা নাকি তা বিশ্বাসই করতে পারছেন না। কারণ, আমাদের মেমোরিয়াল চেক করে তারা খুবই ইমপ্রেস ছিলেন।

ইতমিনান আরও বলেন, চবির আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে আমরাই প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে বেস্ট মেমোরিয়াল এওয়ার্ড জিতেছি। আমরা এজন্য গর্বিত। আমরা আশা করছি, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। এটা মাত্র শুরু। এ লক্ষ্য অর্জনে আমরা কঠোর পরিশ্রম করে যাব। সর্বোপরী আমাদের ডিপার্টমেন্টের ডিন স্যারসহ বিশ্ববিদ্যালয়ের সবাইকে ধন্যবাদ জানাই, যাদের সমর্থনে আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি।

এ বিষয়ে জানতে চাইলে চবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, আমরা তাদের কৃতিত্বের জন্য আনন্দিত এবং গর্বিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ বাংলাদেশের আইন শিক্ষার অন্যতম কেন্দ্র। প্রতিবছর এখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র জুডিশিয়ারিরেতে যাচ্ছে, দেশ-বিদেশি বিভিন্ন মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন, রানার্সআপ হচ্ছে।

এ সময়ে আর একটা টিম ওয়াশিংটন ডিসিতে জেসাফে-২৪ প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে। আমরা ডিপার্টমেন্ট এবং ফ্যাকাল্টি থেকে তাদেরকে সমর্থন করেছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে যদি তাদেরকে ফান্ড দেওয়া হয়, তাহলে এই প্রতিযোগিতাগুলোতে তারা আরও ভালো করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

পর্যটক বাড়াতে বিনামূল্যে বিমানের টিকিট দেবে থাইল্যান্ড

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়লেন আমির

দীর্ঘ বিরতির পর ২৩ আগস্ট আসছে কোক স্টুডিওর ৪র্থ গান

হবু স্বামীর সঙ্গে কথা বলা কি জায়েজ?

পরীক্ষা শুরুর আগে হলেই কলেজছাত্রীর মৃত্যু

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

১০

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

১১

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে সমর্থকদের তুমুল মারামারি

১২

আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল গ্রেপ্তার

১৩

৬০০ কোটি আয় ছাড়াল রজনীকান্তের ‘কুলি’

১৪

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

১৫

গাজীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

জাতিসংঘের প্রতিবেদন নিয়ে নির্দেশনা দিলেন হাইকোর্ট

১৭

ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্তের দাবি ছাত্র অধিকার পরিষদের

১৮

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

১৯

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলির নাম, কারণ জানাল আইসিসি

২০
X