কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বুয়েটে ফিলিস্তিনের স্বাধীনতার দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বুয়েটে র‍্যালি ও মানববন্ধন। ছবি : কালবেলা
ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বুয়েটে র‍্যালি ও মানববন্ধন। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফিলিস্তিনের স্বাধীনতার দাবি নিয়ে র‍্যালি ও মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েলের হামলার সমালোচনার পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতার দাবি করে শিক্ষার্থীরা।

সোমবার (৬ মে) সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

এ সময় বুয়েট শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘মুক্ত করো ফিলিস্তিনকে’। সেই সঙ্গে এখনই যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েও প্লেকার্ড নিয়ে এই মানববন্ধনে দাঁড়ায় শিক্ষার্থীরা। মানুষ হিসেবে মানবিক দাবি নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াবার ঘোষণা প্রদান করে শিক্ষার্থীরা।

এ সংহতি প্রকাশের কারণ জানতে চাইলে মানববন্ধনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানান, আমরা গত মাসজুড়ে দেখেছি ফিলিস্তিনের হাসপাতালকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের হামলায় নিহতদের একটি বড় অংশ শিশু ও নারী। বাংলাদেশ তার স্বাধীনতা লাভ করার পথে এমনই এক গণহত্যা ও জাতিগত নিধনের মুখোমুখি হয়েছিল। আমাদের বাবা-মা ও দাদা-দাদিদের কাছ থেকে তার ভয়ংকর বর্ণনা আমরা শুনেছি। এখনো সেই ক্ষত চিহ্ন বয়ে নিয়ে যাচ্ছি আমরা। সেখানে ফিলিস্তিন গত প্রায় ৫ দশক ধরে এ ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এটা অমানবিক। এই অমানবিকতা দেখে নিশ্চিপ থাকার মতো নিষ্ঠুর কিছু হতে পারে না।

অপর এক শিক্ষার্থী জানান, এই অমানবিকতা দেখেই বিশ্বের অন্যান্য দেশের তরুণরাও ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছে। যুক্তরাষ্ট্রেও এর ব্যতিক্রম ঘটেনি। কিন্তু ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিলে তাদের ওপর নির্যাতন চালাবার কোনো যৌক্তিকতা আমরা দেখি না। একটি স্বাধীন দেশের নাগরিকের শান্তিপূর্ণ অবস্থান ও যে কোনো অমানবিক কার্যক্রমের প্রতিবাদ জানাবার অধিকার রয়েছে। সেখানে শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণকে আমরা নিন্দা জানিয়ে তাদের সঙ্গেও সংহতি প্রকাশ করেছি। অন্ততপক্ষে তারা জানুক, বিশ্বে অপর প্রান্তের একটি দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের কথা ভাবছে এবং তাদের পাশে রয়েছে।

গত বছর ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যেখানে নিহতের প্রায় ৬৫ শতাংশ নারী ও শিশু। এ ছাড়াও আহত হয়েছেন ৭৮ হাজারের বেশি ফিলিস্তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

‘বি’ ইউনিটের মাধ্যমে শেষ জবির ভর্তি পরীক্ষা

ক্ষমতার রাজনীতি করতে আসিনি : মান্নান

ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, একজন নেন আমার : মির্জা আব্বাস

১০

প্যারাডাইস ল্যান্ডের ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১১

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না : জামায়াত আমির

১২

নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি : আসিফ মাহমুদ

১৩

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠিত

১৪

কোনো ট্রিটমেন্ট ছাড়াই ত্বক উজ্জ্বল রাখতে যা খাবেন

১৫

ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল যুক্তরাষ্ট্র

১৬

রংপুরের জনসভায় তারেক রহমান

১৭

হজযাত্রীদের নিয়ে নতুন বার্তা দিল ধর্ম মন্ত্রণালয়

১৮

এবারের ভোটের সুযোগ একটি ‘মুক্তির বার্তা’ : সেলিমা রহমান

১৯

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X