কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ান ইউনিভার্সিটিতে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ টিমের আত্মপ্রকাশ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে অতিথিদের সঙ্গে  ‘এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ টিমের সদস্যরা। ছবি : সংগৃহীত
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে অতিথিদের সঙ্গে ‘এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ টিমের সদস্যরা। ছবি : সংগৃহীত

‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ এই স্লোগানকে ধারণ করে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ টিমের যাত্রা শুরু হয়েছে।

বুধবার (১৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এই আয়োজনে ৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

এইউবি’র ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।

এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম মেম্বারদের উৎসাহ, উদ্দীপনা ও সঠিক গাইড লাইন দিতে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। এতে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ।

আরও উপস্থিত ছিলেন বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশা, দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মঈন বকুল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত, যমুনা টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট মহিউদ্দিন মধু, সময় টেলিভিশনের রিপোর্টার ও প্রেজেন্টার খান তাজনিন আহসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, আমাদেরকে প্রতিটি কাজে দক্ষতার পরিচয় দিতে হবে, আমাদেরকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। পড়াশুনার পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়াতে হবে, কো-কারিকুলার এক্টিভিটিজ বাড়াতে হবে। অনলাইনের এই যুগে সবাইকে ডিজিটাল প্ল্যাটফর্মে জায়গা করে নিতে হবে। আমি প্রত্যাশা করি তোমরা হবে এশিয়ান ইউনিভার্সিটির মডেল। আমাদেরকে দেশের জন্যে নিজেকে উজাড় করে দিতে হবে।

সভাপতির বক্তব্যে এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুল ইসলাম বলেন, সব ক্ষেত্রে এশিয়ান ইউনিভার্সিটিকে দেশবাসী তথা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। আমরা ধীরে ধীরে এইউবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। সেই যাত্রায় এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিমকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তোমাদের কর্মকাণ্ডে যেন শুধু আমরা না তোমাদের বাবা মাও খুশী হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম মেন্টর ও ব্যবসায় প্রসাশন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুক্তাশা দীনা চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রবিউল করিম মৃদুল, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ডিরেক্টর ও সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূইয়া, সমাজকর্ম বিভাগের শিক্ষক জহিরুল ইসলাম জুয়েল। এ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন এইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম মডারেটর ও জনসংযোগ বিভাগের উপ পরিচালক বদিউর রহমান সোহেল।

অনুষ্ঠানে এইউবি অ্যাম্বাসেডর টিমের সদস্যরা আগামীতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা

সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? মেনে চলুন এই ৬ টিপস

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

১০

চাঁদা না দেওয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

১১

মাদকসেবন করে মাতলামি করায় যুবকের কারাদণ্ড

১২

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

১৩

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

১৪

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

১৫

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

১৬

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

১৭

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

১৮

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X