

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম
আধুনিক মতবাদ ও ইসলামের গভীর জ্ঞান রাখেন—এমন বিজ্ঞ আলেম-দাঈ গড়ে তোলার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ সহযোগী প্রতিষ্ঠান আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চালু করতে যাচ্ছে ৩ বছর মেয়াদী গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রোগ্রাম।
আসন্ন রজান থেকে শুরু হতে যাওয়া এ প্রোগ্রামে থাকবে ৫টি তাখাসসুস (বিশেষায়িত) বিভাগ—দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব, কোরআনিক সায়েন্স ও তাফসির, ফিকহ ও ইফতা, ইসলামী অর্থনীতি এবং ইসলামের ইতিহাস।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কালবেলাকে এসব তথ্য জানিয়েছেন দাওয়াহ ও গবেষণা বিভাগের ইনচার্জ আবুল কাসেম আদিল।
তিনি বলেন, ইতোপূর্বে ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ’-এর দুটি কোর্স সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতার আলোকে এবার আরও বিস্তৃত ও গবেষণাধর্মী পরিসরে এই নতুন উচ্চশিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে।
তিনি জানান, এই প্রোগ্রামের একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো, প্রথম বর্ষটি হবে সকল বিভাগের জন্য একটি যৌথ প্রস্তুতিমূলক বর্ষ। এ বছরে শিক্ষার্থীরা উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উসুলুল ফিকহ ও দাওয়াহ-ধর্মতত্ত্বের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ও কম্পিউটার বিষয়ে মৌলিক ধারণা লাভ করবেন। মূলত এটি হবে আলেমদের জন্য একটি বুদ্ধিবৃত্তিক ভিত্তি নির্মাণের বর্ষ।
আবুল কাসেম বলেন, ভর্তির ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে তাকমিল, ফাজিল-কামিল, এ্যারাবিক বা ইসলামিক স্টাডিজে অনার্স-মাস্টার্স কিংবা সমমানের ক্লাসে ন্যূনতম ৭০ শতাংশ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থা।
আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। ভাইভা ও ক্লাস সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে জানানো হবে।
মন্তব্য করুন