সিকৃবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবি সিকৃবি শিক্ষকদের

পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সিকৃবি শিক্ষকদের মানববন্ধন। ছবি : কালবেলা
পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সিকৃবি শিক্ষকদের মানববন্ধন। ছবি : কালবেলা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষকরা।

রোববার (২৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে সিকৃবি শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছফিউল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুহাম্মদ আল মামুনের সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা নিজেদের বক্তৃতা পেশ করেন।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছফিউল্লাহ ভূঁইয়া বলেন, ‘দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে, দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত মানুষদের প্রত্যয় স্কিমের আওতায় আনা হয়েছে। এটি জাতির জন্য লজ্জাজনক ও শেখ হাসিনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের নমুনা। তিনি শিক্ষকদের ওপর এ প্রত্যয় স্কিম প্রত্যাহার করে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানান। যদি শিক্ষকদের দাবি না মানা হয় তবে শিক্ষক ফেডারেশনের মাধ্যমে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ার জানান।’

পেনশন স্কিমের অগ্রহণযোগ্যতা ও বৈষম্য নিয়ে বলতে গিয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু বলেন, ‘একটা জাতির উচ্চশিক্ষাকে যদি ধ্বংস করা যায় তবে সে জাতিকে পঙ্গু ও পশ্চাদপদ করতে বেশি সময় লাগে না। শিক্ষকদের মধ্যে সর্বজনীন স্কিম বাস্তবায়নের মাধ্যমে জাতি ধ্বংসের পাঁয়তারা চলছে। এটি বাস্তবায়ন হলে মেধাবী শিক্ষকরা শিক্ষকতা পেশায় অনীহা দেখাবে। অতি শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার করতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম বলেন, ‘সর্বজনীন প্রত্যয় স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তি করার মাধ্যমে শিক্ষকদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা একটা জাতির বিবেক তথা জাতির উচ্চ-শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এতে শিক্ষার্থীদের মধ্যেও দুশ্চিন্তা তৈরি হবে এবং তারা অন্য পেশা বেছে নেবে। তিনি অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি করার নিশ্চিয়তার জন্য সরকারের কাছে আহ্বান জানান।’

এ সময় শিক্ষকরা আরও বলেন, জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন এটা সর্বজনীন নয়। কারণ আমলাতন্ত্র, সামরিকতন্ত্র ও অন্যান্য জায়গাগুলো এ প্রজ্ঞাপনের আওতাভুক্ত নয়। তাই এ পেনশন স্কিম সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপন অতিদ্রুত বাতিল করার আহ্বান জানাই।

সেই সঙ্গে এ নীতি প্রত্যাহার না হলে শিক্ষক সমিতির পক্ষ হতে ব্যাপক পরিসরে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দেওয়া হয়। এ ছাড়া শিক্ষক সমিতি মানববন্ধন থেকে মঙ্গলবার (২৮ মে) দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের কথা জানান। সেই সঙ্গে আগামী ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি ও আগামী ১ জুলাই থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অলিম্পিকে পদকের লড়াই হবে যে ইভেন্টগুলোতে (২৭ জুলাই)

দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন ছক সৌদির

রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে?

মানামার বাতাসে দূষণ সবচেয়ে বেশি, ঢাকার পরিস্থিতি কী

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বর্জ্যে দুর্ভোগে ৩ লাখ মানুষ

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অলিম্পিকে নিষিদ্ধ ছিল যে দেশগুলো

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

উদ্বোধনীতে অ্যাথলেটদের চেয়ে বেশি উৎফুল্ল বাংলাদেশের কর্তারা

১০

কুষ্টিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

১১

৬ দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

১২

ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা

১৩

হামলা মামলা ও লাঞ্ছনার শিকার লালমনিরহাটের ৬ সাংবাদিক

১৪

কলেজছাত্রীকে বিবস্ত্র, লজ্জায় আত্মহত্যা

১৫

প্যারিসের আলোয় উদ্ভাসিত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান

১৬

ট্রলার উদ্ধারে গিয়ে ডুবল স্পিডবোট, সৈকতে ভেসে এল ২ মরদেহ

১৭

সিলেটে ‘অবৈধ’ নিয়োগে প্রভাষক জালিয়াতিতে অধ্যক্ষ!

১৮

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী শনিবার

১৯

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

২০
X