সিকৃবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবি সিকৃবি শিক্ষকদের

পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সিকৃবি শিক্ষকদের মানববন্ধন। ছবি : কালবেলা
পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সিকৃবি শিক্ষকদের মানববন্ধন। ছবি : কালবেলা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষকরা।

রোববার (২৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে সিকৃবি শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছফিউল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুহাম্মদ আল মামুনের সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা নিজেদের বক্তৃতা পেশ করেন।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছফিউল্লাহ ভূঁইয়া বলেন, ‘দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে, দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত মানুষদের প্রত্যয় স্কিমের আওতায় আনা হয়েছে। এটি জাতির জন্য লজ্জাজনক ও শেখ হাসিনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের নমুনা। তিনি শিক্ষকদের ওপর এ প্রত্যয় স্কিম প্রত্যাহার করে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানান। যদি শিক্ষকদের দাবি না মানা হয় তবে শিক্ষক ফেডারেশনের মাধ্যমে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ার জানান।’

পেনশন স্কিমের অগ্রহণযোগ্যতা ও বৈষম্য নিয়ে বলতে গিয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু বলেন, ‘একটা জাতির উচ্চশিক্ষাকে যদি ধ্বংস করা যায় তবে সে জাতিকে পঙ্গু ও পশ্চাদপদ করতে বেশি সময় লাগে না। শিক্ষকদের মধ্যে সর্বজনীন স্কিম বাস্তবায়নের মাধ্যমে জাতি ধ্বংসের পাঁয়তারা চলছে। এটি বাস্তবায়ন হলে মেধাবী শিক্ষকরা শিক্ষকতা পেশায় অনীহা দেখাবে। অতি শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার করতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম বলেন, ‘সর্বজনীন প্রত্যয় স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তি করার মাধ্যমে শিক্ষকদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা একটা জাতির বিবেক তথা জাতির উচ্চ-শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এতে শিক্ষার্থীদের মধ্যেও দুশ্চিন্তা তৈরি হবে এবং তারা অন্য পেশা বেছে নেবে। তিনি অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি করার নিশ্চিয়তার জন্য সরকারের কাছে আহ্বান জানান।’

এ সময় শিক্ষকরা আরও বলেন, জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন এটা সর্বজনীন নয়। কারণ আমলাতন্ত্র, সামরিকতন্ত্র ও অন্যান্য জায়গাগুলো এ প্রজ্ঞাপনের আওতাভুক্ত নয়। তাই এ পেনশন স্কিম সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপন অতিদ্রুত বাতিল করার আহ্বান জানাই।

সেই সঙ্গে এ নীতি প্রত্যাহার না হলে শিক্ষক সমিতির পক্ষ হতে ব্যাপক পরিসরে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দেওয়া হয়। এ ছাড়া শিক্ষক সমিতি মানববন্ধন থেকে মঙ্গলবার (২৮ মে) দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের কথা জানান। সেই সঙ্গে আগামী ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি ও আগামী ১ জুলাই থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজধানীতে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন

নতুন বছরে জ্বালানি তেলের দাম কমলো

ডা. তাহেরের চেয়ে স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি

‘খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না’

নতুন বছরে সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব : প্রধান উপদেষ্টা

তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যু / সমবেদনা জানাতে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীতে ফোটানো হচ্ছে আতশবাজি-পটকা-ফানুস

আপনার নেতৃত্ব ভারত-বাংলাদেশের অংশীদারত্বে ‘নতুন সূচনা’ নিশ্চিত করবে

১০

জুলাই আন্দোলনের ১৭ মাস পর মামলা, আসামি ১২০

১১

বিশ্বরঙে চলছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়

১২

খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ বছর আগের স্মৃতিতে কাতর স্কুলশিক্ষক

১৩

রয়টার্সকে সাক্ষাৎকার / ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক হয় জামায়াত আমিরের

১৪

এনসিপির ইসি গ্রুপ থেকে বের করার পর পদত্যাগ খালেদ সাইফুল্লাহর

১৫

লস অ্যাঞ্জেলসে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

১৬

তারেক রহমানকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা

১৭

এনবিআরের ১৭ কমিশনারকে একযোগে বদলি

১৮

‘থ্রি ইডিয়েডস’ নিয়ে যা বললেন মাধবন

১৯

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন স্মৃতিবিজড়িত বগুড়া

২০
X