সিকৃবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবি সিকৃবি শিক্ষকদের

পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সিকৃবি শিক্ষকদের মানববন্ধন। ছবি : কালবেলা
পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সিকৃবি শিক্ষকদের মানববন্ধন। ছবি : কালবেলা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষকরা।

রোববার (২৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে সিকৃবি শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছফিউল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুহাম্মদ আল মামুনের সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা নিজেদের বক্তৃতা পেশ করেন।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছফিউল্লাহ ভূঁইয়া বলেন, ‘দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে, দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত মানুষদের প্রত্যয় স্কিমের আওতায় আনা হয়েছে। এটি জাতির জন্য লজ্জাজনক ও শেখ হাসিনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের নমুনা। তিনি শিক্ষকদের ওপর এ প্রত্যয় স্কিম প্রত্যাহার করে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানান। যদি শিক্ষকদের দাবি না মানা হয় তবে শিক্ষক ফেডারেশনের মাধ্যমে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ার জানান।’

পেনশন স্কিমের অগ্রহণযোগ্যতা ও বৈষম্য নিয়ে বলতে গিয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু বলেন, ‘একটা জাতির উচ্চশিক্ষাকে যদি ধ্বংস করা যায় তবে সে জাতিকে পঙ্গু ও পশ্চাদপদ করতে বেশি সময় লাগে না। শিক্ষকদের মধ্যে সর্বজনীন স্কিম বাস্তবায়নের মাধ্যমে জাতি ধ্বংসের পাঁয়তারা চলছে। এটি বাস্তবায়ন হলে মেধাবী শিক্ষকরা শিক্ষকতা পেশায় অনীহা দেখাবে। অতি শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার করতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম বলেন, ‘সর্বজনীন প্রত্যয় স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তি করার মাধ্যমে শিক্ষকদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা একটা জাতির বিবেক তথা জাতির উচ্চ-শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এতে শিক্ষার্থীদের মধ্যেও দুশ্চিন্তা তৈরি হবে এবং তারা অন্য পেশা বেছে নেবে। তিনি অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি করার নিশ্চিয়তার জন্য সরকারের কাছে আহ্বান জানান।’

এ সময় শিক্ষকরা আরও বলেন, জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন এটা সর্বজনীন নয়। কারণ আমলাতন্ত্র, সামরিকতন্ত্র ও অন্যান্য জায়গাগুলো এ প্রজ্ঞাপনের আওতাভুক্ত নয়। তাই এ পেনশন স্কিম সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপন অতিদ্রুত বাতিল করার আহ্বান জানাই।

সেই সঙ্গে এ নীতি প্রত্যাহার না হলে শিক্ষক সমিতির পক্ষ হতে ব্যাপক পরিসরে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দেওয়া হয়। এ ছাড়া শিক্ষক সমিতি মানববন্ধন থেকে মঙ্গলবার (২৮ মে) দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের কথা জানান। সেই সঙ্গে আগামী ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি ও আগামী ১ জুলাই থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

জঙ্গলে রহস্যময় জ্বলন্ত গাড়িতে পাওয়া গেল ২ পুরুষের মরদেহ

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

বিপাকে স্বরা ভাস্কর

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

১০

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা

১১

মরদেহ দাফনের পর জীবিত ফিরে এলো রবিউল!

১২

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

১৩

এশিয়া কাপে ভারতের একাদশ কেমন হবে, জানালেন তারকা ক্রিকেটার

১৪

বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত

১৫

মোদিকে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করলেন বিজয়

১৬

কেবিন ক্রুদের আসল কাজ কী

১৭

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৮

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

১৯

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

২০
X