কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর আমাদের অস্তিত্ব নির্ভর করছে : বাউবি উপাচার্য

“বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা। ছবি : কালবেলা
“বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা। ছবি : কালবেলা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর আমাদের অস্তিত্ব নির্ভর করছে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আমাদের আরও অধিক সচেতন হতে হবে।

মঙ্গলবার (৪ জুন) বাউবির গাজীপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে “বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ” শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিনিয়ত পৃথিবীতে কার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং শিল্প বিপ্লবের সময় থেকে কার্বনডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। যে হারে কার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা অব্যাহত থাকলে মানবকূলের ওপর বিরূপ প্রভাব পড়বে। কার্বনের পরিমাণ কমাতে বনায়নের পরিমাণ বাড়াতে হবে।

আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে ওয়াইল্ড টিমের চেয়ারম্যান এবং আরণ্যক ফাউন্ডেশনের পরিচালক ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক বলেন, মানুষের টিকে থাকার যোগ্য পরিবেশের প্রধান হুমকি বায়ুমন্ডলে ক্রমবর্ধমান কার্বন-ডাইঅক্সাইড। বর্তমানে পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ জমিতে বন রয়েছে।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, বিপর্যয় ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বন ও প্রকৃতিকে বাঁচাতে হবে। বনভূমি বৃদ্ধি ও সুন্দরবন রক্ষা ও সম্প্রসারণের ওপর গুরুতারোপ করতে হবে।

সভার আলোচক বাংলাদেশ আ.লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে অধিক হারে বৃক্ষ রোপণের ওপর জোর দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মো. আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমান। আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। সভায় বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এছাড়াও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, বাউবির বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীরা ও বাউবির শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউবির সামাজিকবিজ্ঞান ও ভাষা স্কুলের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ। এর আগে সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাউবি এবং আ.লীগের বন ও পরিবেশ উপকমিটির যৌথ উদ্যোগে ক্যাম্পাসে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরবরাহ বাড়লেও কমছে না সবজির দাম

বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন

আইবিএর পরীক্ষা দিয়ে আজ থেকে শুরু হচ্ছে ঢাবির ভর্তিযুদ্ধ

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

বিপিএল: একের পর এক চমক ঢাকার, এবার দিল নতুন ঘোষণা

জুমার দিন মসজিদে গিয়ে ভুলেও যে ২ কাজ করবেন না

পাবনায় সংঘর্ষ, পরিচয় মিলল অস্ত্র হাতে ভাইরাল যুবকের

আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলা, আহত ১০

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন 

১০

তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১১

দ্বিতীয় ধাপে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা 

১২

কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ : প্রেস সচিব 

১৩

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ সর্বশেষ তথ্য জানাল আবহাওয়া অধিদপ্তর

১৪

কিছু ক্ষেত্রে মেয়েদের দিক থেকে ভুল হয়: মমতা শঙ্কর

১৫

আরেকটি ফাটলরেখার সন্ধান গবেষকদের, ৬ মাত্রায় ভূমিকম্পের শঙ্কা

১৬

ভ্যাকসিন না পাওয়ায় ল্যাম্পি আতঙ্কে খামারিরা

১৭

ব্রিসবেন টেস্টে ফেরা হলো না কামিন্স ও হ্যাজলউডের

১৮

ঢাকা থেকে এসে মা দেখেন আড়ায় ঝুলছে মেয়ের মরদেহ 

১৯

বিপিএল: সরাসরি চুক্তিতে যেসব বিদেশি ক্রিকেটার দল পেলেন

২০
X