ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১০:৩৮ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে মধ্যরাতে ছাত্রলীগ নেত্রীকে মারধরের অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবাসিক হলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আয়েশা সিদ্দিকা রুপাকে মারধর ও টেনেহিঁচড়ে কক্ষছাড়া করার অভিযোগ উঠেছে। একই হল শাখা ছাত্রলীগের সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।

রোববার (২৩ জুলাই) মধ্যরাতে রোকেয়া হলের ৭ মার্চ ভবনের ১১২১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রুপাকে চিকিৎসা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে রোকেয়া হল প্রশাসনের বিরুদ্ধে।

ভুক্তভোগী রুপা ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী এবং হল ক্যান্ডিডেট। অন্যদিকে আতিকা বিনতে হোসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী বলে জানা গেছে।

ভুক্তভোগীর ভাষ্য, হলে একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। আতিকা বিনতে হোসেনের নির্দেশে এ হামলা চালোনা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিহা মাহুব ঐশী, সাংগঠনিক সম্পাদক বিপর্ণা রায় এবং ছাত্রলীগ নেত্রী ফারজানা পারভীন জড়িত বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রী আয়েশা সিদ্দিকা রুপা বলেন, ‘আমি রোকেয়া হল শাখা ছাত্রলীগের বর্তমান সহসভাপতি এবং আগামী কমিটির ক্যান্ডিডেটও। আতিকা আপুর ৮ থেকে ১০ জন মেয়ে আমার জিনিসপত্র রুমের বাইরে ফেলে দিয়েছে। রাত সাড়ে দশটা থেকে অবস্থান করছে। তারা অমানুষের মতো আমাকে রুম থেকে টেনেহিচড়ে বের করে দিয়েছে। আমি প্রচণ্ডভাবে ইনসিকিউরড ফিল (নিরাপত্তাহীনতা অনুভব) করছি।’

তবে এ ঘটনা অস্বীকার করেছেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন।

তিনি বলেন, ‘আমি কিছু জানি না। আমি এখন কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। হলের বিষয়গুলো দেখার সময় সুযোগ কোনোটাই আমার নেই। বিষয়টি শোনার পর আমি প্রভোস্ট ম্যামকে ফোন দিয়েছি। ওনারা আসছে। তারা সমাধান করবে।’

এদিকে রুপাকে অমানবিকভাবে মারধর ও মারধরের পর ডাক্তারের কাছে যেতে বাধার অভিযোগ করেছে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

তিনি বলেন, এ বিষয়ে আমি অবগত আছি। মেয়েটিকে বেধড়ক মারধর করা হয়েছে। আমার কাছে কিছু ভিডিও ফুটেজ রয়েছে। অনেক রাত পর্যন্ত হলের সামনে আমি ও ইনান ভাই দাঁড়িয়ে ছিলাম। হল প্রাধ্যক্ষ তার চিকিৎসার সুযোগ দেয়নি। একজন শিক্ষার্থী তার চিকিৎসার অধিকার পাইনি। আমি হল প্রাধ্যক্ষকে অনেকবার ফোন দিয়েছি। তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ছাড়া রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ে আফগানিস্তান, নিহত বেড়ে ৫০০

৬০০ বিঘার এই বিলে মুগ্ধতা ছড়াচ্ছে সাদা শাপলা 

নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে : রাশেদ 

প্রায় ২০০০ কোটি টাকা খরচ করে স্ট্রাইকার কিনছে লিভারপুল

অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সূচি পরিবর্তন

বিশ্বের মুসলিমদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের বার্তা

সুসজ্জিত গাড়িতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত, ইয়েমেনের পক্ষে ইরানের হুংকার

চোখের পাতা লাফানো কি অশুভ, নাকি কোনো রোগের লক্ষণ

সিডনিতে রুশ কনস্যুলেটের গেটে গাড়ির ধাক্কা, অতঃপর...

১০

চবি ক্যাম্পাসে সুনসান নীরবতা

১১

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ

১২

ফাইনালে হারের পর সুয়ারেজের বিতর্কিত কাণ্ড!

১৩

হাত-পায়ের ৫ লক্ষণে বুঝে নিন লিভারে সমস্যা ভুগছেন কি না

১৪

হাসি, বিনা মূল্যের থেরাপি : তিশা

১৫

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, আন্দোলনের ঘোষণা একাংশের

১৬

ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

১৭

গোলের বদলে ডিম! পাখির কারণে মাঠছাড়া ফুটবলাররা

১৮

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ২৫০

১৯

নিজেদের অজান্তেই গাজায় বড় সফলতা পেল ইসরায়েল

২০
X