ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

৩ দিনের অর্ধদিবস কর্মবিরতিতে ঢাবি শিক্ষকরা

অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। ছবি : কালবেলা
অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। ছবি : কালবেলা

সর্বজনীন পেনশন স্কিমসংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম বহাল রাখার দাবিতে টানা তিন দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি ও এক ঘণ্টা করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে এ কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

একই সঙ্গে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে পালিত হয় অবস্থান কর্মসূচি।

শিক্ষক সমিতি জানান, সর্বজনীন পেনশন স্কিমসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ২৫, ২৬ ও ২৭ জুন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। এ ৩ দিন কলা ভবনের মূল ফটকে শিক্ষকরা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান করবেন। চলমান পরীক্ষাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, আমরা আজ অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছি, আগামীকাল এবং পরশু দিনও করব। এর মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী ৩০ জুন আমরা পূর্ণ কর্মবিরতি শুরু করব। এক্ষেত্রে পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

তিনি বলেন, এরপরও যদি আমাদের দাবি না মানা হয় তাহলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচি শুরু হবে। সেদিন থেকে কোনো ক্লাস চলবে না, পরীক্ষাও বন্ধ থাকবে দাবি আদায়ের আগ পর্যন্ত।

সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, আমাদের ৩ দিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আগামী ৩০ তারিখ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব আমরা। দাবি আদায় না হলে ১ জুলাই থেকে লাগাতার কর্মবিরতিতে যাব।

প্রসঙ্গত, এর আগে গত ২০ মে সর্বজনীন পেনশন স্কিমসংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তারই ধারাবাহিকতায় একই দাবিতে দেশব্যাপী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বেশকিছু কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আমিরাত, কিন্তু কেন?

বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে আগুন, দগ্ধ ৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

চলন্ত বাসের খোলা লকারের ধাক্কায় যুবক নিহত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাবনায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

১১

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

১২

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

১৩

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

১৪

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

১৫

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৬

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১৭

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১৮

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১৯

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

২০
X