কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০২:০১ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

দেরি করায় কেন্দ্রে প্রবেশ করতে না পেরে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
দেরি করায় কেন্দ্রে প্রবেশ করতে না পেরে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

পরীক্ষাকেন্দ্রের সামনে হাউমাউ করে কাঁদছে একদল শিক্ষার্থী। কেন্দ্রের দায়িত্বরতদের কাছে করছেন আকুতি-মিনতি। এতে যদি মিলে কেন্দ্রে প্রবেশের সুযোগ। যদিও মন গলেনি দায়িত্বরত কর্মকর্তাদের।

শুক্রবার (২৬ এপ্রিল) এমনটাই দেখা গেল রাজধানীর তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রের সামনে।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ছিল আজ। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হয়। কর্তৃপক্ষের দাবি, এসব শিক্ষার্থীর কেউই যথাসময়ে প্রবেশ করতে পারেনি কেন্দ্রে।

শিক্ষার্থীদের অভিযোগ- শেষ সময়ে কোনো রকম সতর্ক করা হয়নি। কোনো প্রকার ঘোষণা ছাড়াই পরীক্ষাকেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় পরীক্ষা দিতে পারেননি প্রায় ২০ জনের মতো পরীক্ষার্থী।

কুমিল্লা থেকে আসা শাউলিনা নামে এক শিক্ষার্থী বলেন, আমি ৯টা ১৫ মিনিটে এই এলাকায় চলে এসেছি। ঠিক ৯টা ৩১ মিনিটে রাস্তায় গেটের সামনে ছিলাম। সর্বশেষও আমি দেখলাম ঢুকতে দিচ্ছে, তখন আমি বাচ্চাটাকে একপাশে বসিয়ে রেখে এসে দেখি গেট বন্ধ করে দিয়েছে। মূল গেটের দেয়াল টপকে দ্বিতীয় গেটে এসেছি, কিন্তু এখান থেকে ঢুকতে দেয়নি। ম্যাজিস্ট্রেটকে বারবার রিকোয়েস্ট করার পরও ঢুকতে দেননি।

এ শিক্ষার্থী বলেন, আমি এর আগে আরও অনেক পরীক্ষা দিয়েছি, ১৫ মিনিট আগেও শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়। কিন্তু এই কেন্দ্রে কেন এমন করল আমরা বুঝতে পারছি না। এমনকি শেষ সময়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকা পরীক্ষার্থীদের কোনোরকম সতর্কতাও দেওয়া হয়নি।

আসাদুজ্জামান নূর নামের আরেক পরীক্ষার্থী বলেন, আমার পরিচিত আরেকজন পরীক্ষার্থী ছিল মুসলিম একাডেমিতে। তাকে ওখানে রেখে ঠিক ৯.৩১ মিনিটে আমি গেটের সামনে এসেছি, কিন্তু তারা কোনোভাবেই আমাকে ঢুকতে দেবে না। আমি বারবার বলেছি যে, এক মিনিট তো খুব বেশি দেরি না। অনেক সময় তো ঘড়ির কাঁটাও এক মিনিট এদিক-সেদিক হতে পারে। কিন্তু আমাদের কোনো রিকোয়েস্টই রাখা হয়নি।

এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান এবং পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, আমাদের নিয়মই ছিল ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ বিষয়ে আমরা বারবার বলেছি, একটু সময় নিয়ে কেন্দ্রে আসবেন, ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করবেন। তারপরও যদি কোনো শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে আসতে না পারে, তাহলে আমাদের দৃষ্টিতে সে পরীক্ষার অযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরা বাকারার শেষ দুই আয়াত

গ্যাস পাইপের ভেতরে ২ ঘণ্টা আটকে ছিলেন সোহাগ

এক ঘণ্টার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

নানা সুবিধাসহ আকর্ষণীয় বেতনে মানবিক সাহায্য সংস্থায় চাকরি

মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙায় ট্রমায় চলে গিয়েছিলেন এই অভিনেত্রী (ভিডিও)

চাকরিতে বয়সসীমা বাড়বে কি না, জানালেন জনপ্রশাসনমন্ত্রী

ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না : সালাম

আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন : রিজভী

আ.লীগ নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

হাসপাতালে নবজাতক রেখে মা উধাও

১০

ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপির প্রবীণ দুই নেতা

১১

ইউনিয়ন পরিষদ বিলের ২টি ধারা সংশোধন চায় সংসদীয় কমিটি

১২

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

বজ্রপাতে আতঙ্কিত হয়ে ২০ শিক্ষার্থী আহত

১৪

ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ, আবেদন যে কোনো বয়সে

১৫

বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার

১৬

পাবনায় ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

১৭

কক্সবাজারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

১৮

ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে যুবদল

১৯

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তবে পর্যবেক্ষণে রাখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X