চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য আজ মুদ্রানীতি প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠিকভাবে এ ঘোষণা দেবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময় গভর্নর বর্তমান মুদ্রানীতির (এমপিএস) আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে গৃহীত উদ্যোগ ও তার ফলাফল সম্পর্কে অবহিত করবেন।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধ (জানুয়ারি-জুন) সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। সে সময় গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, ২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগ বৃদ্ধির জন্য উপযুক্ত নয়। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে ২০২৪ সালের জুন শেষে ব্যাংকঋণের নীতিগত সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু হতে পারে।
মূলত আগের সরকারের সময় থেকেই দীর্ঘমেয়াদে উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতিকে চাপে ফেলে। তখনকার গভর্নর আব্দুর রউফ তালুকদার একাধিক ধাপে সুদের হার বৃদ্ধি করেন। এই নীতি অন্তর্বর্তী সরকারের আমলেও অব্যাহত ছিল। তবে এতে মূল্যস্ফীতি খুব একটা কমেনি, বরং বিনিয়োগ কার্যত স্থবির হয়ে পড়ে। উচ্চ সুদের হার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগে অনাগ্রহ সৃষ্টি করে। যার প্রভাবে অর্থনীতিতে এক ধরনের মন্দা চলছে।
দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কঠোর সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করছে। সর্বশেষ গত বছরের ২৭ অক্টোবর নীতি সুদহার ১০ শতাংশ নির্ধারণ করা হয়, যা এখনো কার্যকর রয়েছে। এর প্রভাবে ব্যাংক ঋণের সুদহার ১৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। তবে নতুন মুদ্রানীতিতে সুদহার, ঋণপ্রবাহ ও বিনিয়োগের গতি আনার লক্ষ্যে কিছু পরিবর্তন আনার ইঙ্গিত মিলেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কিছুটা সংকোচনমুখী নীতি বজায় থাকলেও, দীর্ঘমেয়াদে বিনিয়োগবান্ধব একটি রূপরেখা প্রণয়নের দিকেই অগ্রসর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
এই সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদসহ ব্যাংকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন