মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০২:০৬ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের র‍্যাঙ্কিংয়ে ৫৬০তম ঢাবি

পুরোনো ছবি
পুরোনো ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের ২০২৪-২৫ বর্ষের বৈশ্বিক সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৬০তম। এই তালিকায় বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। অন্য চারটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজারের পরে।

গত ২৫ জুন এই র‌্যাঙ্কিং ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় স্থান পেয়েছে বিশ্বের শতাধিক দেশের ২ হাজার ২৫০টি বিশ্ববিদ্যালয়। ইউএস নিউজ ২০১৪ সাল থেকে বৈশ্বিক সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে।

র‌্যাঙ্কিং থেকে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০-এর মধ্যে ৫২ দশমিক ৩০ স্কোর নিয়ে ৫৬০তম স্থানে আছে (এশিয়ায় ১৪৬তম)। ৪১ দশমিক ৩০ স্কোর নিয়ে ১ হাজার ৭৬তম রাজশাহী বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ৩৪২তম), ৩৫ দশমিক ৭০ স্কোর নিয়ে ১ হাজার ৩৯৬তম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ৪৮৮তম), ৩৫ দশমিক ৫০ স্কোর নিয়ে ১ হাজার ৪১৪তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ৫০০তম) এবং ২৯ স্কোর নিয়ে ১ হাজার ৭৭৫তম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ৬৮৯তম)।

১৩টি মানদণ্ডের আলোকে বিশ্ববিদ্যালয়ের এই র‌্যাঙ্কিং করে থাকে ইউএস নিউজ। মানদণ্ডগুলো থেকে নির্দিষ্ট শতাংশ নম্বর নিয়ে সামগ্রিক স্কোর তৈরি করা হয়।

মানদণ্ডগুলো হলো- গবেষণায় বৈশ্বিক খ্যাতি (১২ দশমিক ৫০ শতাংশ), গবেষণায় আঞ্চলিক খ্যাতি (১২ দশমিক ৫০ শতাংশ), প্রকাশনা (১০ শতাংশ), গ্রন্থ (২ দশমিক ৫০ শতাংশ), সম্মেলন (২ দশমিক ৫০ শতাংশ), নরমালাইজড উদ্ধৃতি প্রভাব (১০ শতাংশ), মোট উদ্ধৃতি (৭ দশমিক ৫০ শতাংশ), সর্বাধিক উদ্ধৃত ১০ শতাংশের মধ্যে থাকা প্রকাশনার সংখ্যা (১২ দশমিক ৫০ শতাংশ), সর্বাধিক উদ্ধৃত ১০ শতাংশের মধ্যে থাকা প্রকাশনার শতকরা হার (১০ শতাংশ), দেশ হিসেবে তুলনামূলক আন্তর্জাতিক সহযোগিতা (৫ শতাংশ), নির্দিষ্ট একাডেমিক শৃঙ্খলায় সর্বাধিক উদ্ধৃত ১ শতাংশের মধ্যে থাকা গবেষণা নিবন্ধের সংখ্যা (৫ শতাংশ) ও সর্বাধিক উদ্ধৃত ১ শতাংশের মধ্যে থাকা প্রকাশনার শতকরা হার (৫ শতাংশ)।

ইউএস নিউজের এই র‍্যাঙ্কিংয়ে ১০০-এর মধ্যে ১০০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭টিই যুক্তরাষ্ট্রের। ৩টি আছে যুক্তরাজ্যের। এই তালিকায় চীনের ৪২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের ১৪০টি বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে, সবগুলোর অবস্থানই ৬০০-এর পরে। আর পাকিস্তানের ৩২টি বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। যার মধ্যে ৪টি বিশ্ববিদ্যালয় সেরা ৬০০-এর মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১০

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১১

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১২

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১৩

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১৪

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১৫

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

১৬

মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে : বুলু

১৭

ইসরায়েলের তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

১৮

নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ওয়াসাকে আহ্বান চসিক মেয়রের

১৯

স্বর্ণের দাম আবারও বাড়ল, ২২ ক্যারেট কত?

২০
X