বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদানের জন্য জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ‘দ্য মোস্ট ভ্যালুয়েবল পেপার অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রহমান।
কেমোস্ফিয়ার জার্নালে প্রকাশিত তার গবেষণা পত্রটির জন্য জাপানের স্বনামধন্য জিচি মেডিকেল ইউনিভার্সিটি তাকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। ওই গবেষণাপত্রের মূল বিষয়বস্তু ছিল- কীভাবে স্বল্প ঘনমাত্রার আর্সেনিক এক্সপোজার উচ্চ রক্তচাপ এবং অন্তর্নিহিত আণবিক প্রক্রিয়াগুলোকে প্ররোচিত করে।
এই গবেষণাটিতে সেল লাইন এবং অ্যানিমেল মডেল উভয় ব্যবহার করে স্বল্প ঘনমাত্রার আর্সেনিক-প্ররোচিত উচ্চ রক্তচাপের সঙ্গে জড়িত আণবিক প্রক্রিয়াকে চিহ্নিত ও দেখানো হয়েছে।
জিচি মেডিকেল ইউনিভার্সিটি এই অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য একটি সার্টিফিকেট এবং পাঁচ লাখ জাপানি ইয়েন সম্মানী প্রদান করেছে। জিচি মেডিকেল ইউনিভার্সিটি প্রতি বছর বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদানের জন্য মূল্যবান গবেষণাপত্রকে এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। কেমোস্ফিয়ার জার্নালে ওই গবেষণা পত্রটি ২০২৩ সালে প্রকাশিত হয়। যা যাচাইবাছাই শেষে ২০২৪ সালে এসে ‘মোস্ট ভ্যালুয়েবল পেপার অ্যাওয়ার্ড’ হিসেবে মনোনীত হয়।
ড. মো. শিবলুর রহমান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টে NIH-অর্থায়িত একটি গবেষণা প্রকল্পের জন্য রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে গবেষণা করছেন। ২০১৫ সাল থেকে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পূর্ণকালীন স্থায়ী শিক্ষক হিসেবে কর্মরত আছেন (বর্তমানে ছুটিতে আমেরিকায় অবস্থান করছেন)। তিনি জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ (MEXT)-এর অধীনে জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটি থেকে ২০২০ সালে সফলভাবে তার পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি জাপানের একটি মর্যাদাপূর্ণ JSPS পোস্টডক্টরাল ফেলোশিপ নিয়ে জিচি মেডিকেল ইউনিভার্সিটিতে তার পোস্টডক্টরাল গবেষণা সফলভাবে সম্পন্ন করেছেন।
ড. রহমান আন্তর্জাতিকভাবে স্বনামধন্য বিভিন্ন জার্নালে ৩০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং ‘Earth Systems and Environment’ ও ‘Environmental Geochemistry and Health’ জার্নালে Associate Editor হিসেবে কাজ করছেন। তিনি বেশ কয়েকটি একাডেমিক সোসাইটির সদস্য এবং বিএমসি পাবলিক হেলথ, ডিসকভার অ্যাপ্লায়েড সায়েন্সেসসহ বেশকিছু স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য হিসেবে কাজ করেন।
মোস্ট ভ্যালুয়েবল পেপার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ার পর ড. মো. শিবলুর রহমানের কাছে তার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে ড. রহমান বলেন, ‘আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জিচি মেডিকেল ইউনিভার্সিটি এবং আমার পোস্টডক্টরাল সুপারভাইজার প্রফেসর ড. ইছিহারার প্রতি। এই অ্যাওয়ার্ডটি আমাকে আগামীতে আরও ভালো গবেষণা করতে অনুপ্রাণিত করবে বলে আশা করছি। তিনি আরও বলেন, ‘আমি বর্তমানে আমেরিকার স্যাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টে গবেষণা করছি এইটা জানতে, কীভাবে আর্সেনিক, সিসা, ক্যাডমিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো বিষাক্ত ধাতুর মিশ্রণগুলো বাংলাদেশি গ্রামীণ শিশুদের শৈশব শুরুর দিকে এবং শেষের দিকে মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করে’।
তিনি আশা ব্যক্ত করেন, তাদের এ গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল বাংলাদেশে পরিববেশগত নিউরোটক্সিসিটি সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে।
মন্তব্য করুন