মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির সাবেক ভিসিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, আওয়ামী নেতা জাহাঙ্গীর কবির নানক ও তৎকালীন ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সোহাগসহ ১৩ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলার আবেদন করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

রোববার (০৪ মে) শাহবাগ থানায় দায়ের করা এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি বলেন, ‘আমরা একটা এজাহার পেয়েছি। আইনগত প্রক্রিয়া মেনে আমরা সেটি নিয়ে কাজ করছি।’ ভিসি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তখনই ঢাবির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান শাহবাগ থানায় একটি অভিযোগ দেন। সেই অভিযোগের প্রেক্ষিতে রাশেদ খাঁনকেও গ্রেপ্তার দেখায় পুলিশ। এখনকার মামলায় সেই বিষয়টি তুলে ধরেন রাশেদ।

এজাহারে তিনি অভিযোগ করেছেন, অজ্ঞাতনামা আনুমানিক ৫০০ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ঢাকা কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা ৮ ও ৯ এপ্রিল শিক্ষার্থীদের ওপর হামলা, দমনপীড়ন, গুলি বর্ষণ ও উপাচার্যের বাসভবনে অগ্নিসংযোগ-ভাঙচুরে অংশগ্রহণ করে। সেসময় ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয় লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর। গুলিতে তার যকৃৎ ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। এখনো শরীরের ভেতরে রয়ে গেছে গুলিটি। ছাত্রলীগ ও পুলিশের হামলায় শতাধিক শিক্ষার্থী রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা গ্রহণ করে। আমি নিজেও ৮ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট সামনে রাবার বুলেটে আক্রান্ত হই। উপাচার্যের বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের ওপর হামলার সময় ঢাবি ক্যাম্পাসের আশপাশে অবস্থান করছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানকসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা। তাদেরকে রাত দুইটায় শাহবাগ জাদুঘরের সামনে দেখা যায়। মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বানচাল ও বিতর্কিত করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামধারী আওয়ামী দোসররা, তৎকালীন কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হাইকমান্ড ঢাবি উপাচার্যের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মত ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কোটা সংস্কার আন্দোলন-২০১৮ সালের নেতৃত্বদানকারী ও উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলার ভুক্তভোগী হিসেবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করা হোক।’

মামলায় অজ্ঞানামা পাঁচশতসহ আরও আসামী করা হয়েছে, ঢাবির তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি ও পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান ও সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিব হাসান সুইম ও মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী সংঘ ইতালির আত্মপ্রকাশ

১০

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১১

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১২

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৪

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৫

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৬

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৭

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৮

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৯

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

২০
X