ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির সাবেক ভিসিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, আওয়ামী নেতা জাহাঙ্গীর কবির নানক ও তৎকালীন ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সোহাগসহ ১৩ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলার আবেদন করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

রোববার (০৪ মে) শাহবাগ থানায় দায়ের করা এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি বলেন, ‘আমরা একটা এজাহার পেয়েছি। আইনগত প্রক্রিয়া মেনে আমরা সেটি নিয়ে কাজ করছি।’ ভিসি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তখনই ঢাবির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান শাহবাগ থানায় একটি অভিযোগ দেন। সেই অভিযোগের প্রেক্ষিতে রাশেদ খাঁনকেও গ্রেপ্তার দেখায় পুলিশ। এখনকার মামলায় সেই বিষয়টি তুলে ধরেন রাশেদ।

এজাহারে তিনি অভিযোগ করেছেন, অজ্ঞাতনামা আনুমানিক ৫০০ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ঢাকা কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা ৮ ও ৯ এপ্রিল শিক্ষার্থীদের ওপর হামলা, দমনপীড়ন, গুলি বর্ষণ ও উপাচার্যের বাসভবনে অগ্নিসংযোগ-ভাঙচুরে অংশগ্রহণ করে। সেসময় ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয় লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর। গুলিতে তার যকৃৎ ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। এখনো শরীরের ভেতরে রয়ে গেছে গুলিটি। ছাত্রলীগ ও পুলিশের হামলায় শতাধিক শিক্ষার্থী রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা গ্রহণ করে। আমি নিজেও ৮ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট সামনে রাবার বুলেটে আক্রান্ত হই। উপাচার্যের বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের ওপর হামলার সময় ঢাবি ক্যাম্পাসের আশপাশে অবস্থান করছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানকসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা। তাদেরকে রাত দুইটায় শাহবাগ জাদুঘরের সামনে দেখা যায়। মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বানচাল ও বিতর্কিত করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামধারী আওয়ামী দোসররা, তৎকালীন কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হাইকমান্ড ঢাবি উপাচার্যের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মত ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কোটা সংস্কার আন্দোলন-২০১৮ সালের নেতৃত্বদানকারী ও উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলার ভুক্তভোগী হিসেবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করা হোক।’

মামলায় অজ্ঞানামা পাঁচশতসহ আরও আসামী করা হয়েছে, ঢাবির তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি ও পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান ও সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিব হাসান সুইম ও মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেদের বিরুদ্ধে চুরির অভিযোগ, মায়েদের নাকে খত দেওয়ালেন বিএনপি নেতা

অসহায় কৃষাণীর ধান কেটে দিলেন কৃষক দলের কর্মীরা

এখন দরকার ঐক্য ও সমঝোতার রাজনীতি : রাষ্ট্র সংস্কার আন্দোলন

আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন-নিষ্পত্তি অনলাইনে

বসতঘরের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রাচীন স্থাপনা

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে লায়ন ফারুকের শোক

চট্টগ্রামের যানজট নিরসনে সাগরিকায় আধুনিক বাস টার্মিনাল : চসিক মেয়র

সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে : শফিকুর রহমান

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

১০

স্ত্রীর নাক কেন এত সুন্দর, রাগে কামড়ে দিলেন স্বামী

১১

সীমাবদ্ধতার মধ্যেও স্বাস্থ্যখাতকে এগিয়ে নিচ্ছেন চিকিৎসকরা

১২

বিএনপি করায় মুক্তিযোদ্ধার নাম কেটে দেন মন্ত্রী মোজাম্মেল

১৩

আয়কর রিটার্ন যারা জমা দেননি, তাদের জন্য দুঃসংবাদ

১৪

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, কী জানাল পুলিশ

১৫

অবশেষে লাহোর একাদশে ফিরলেন রিশাদ

১৬

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা / মৃত্যু ভয়ে মাটির নিচে আশ্রয় নিল ৩০ লাখ ইসরায়েলি

১৭

‘সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি’

১৮

নেতৃত্বে মেহেদী, স্কোয়াডেই নেই মিরাজ—বিসিবির ব্যাখ্যায় চমক

১৯

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা

২০
X