বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে : ইলিয়াসপত্নী লুনা

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। ছবি : কালবেলা
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। জিয়া পরিবার ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র কেবল নির্বাচনকে বিলম্বিত করার জন্য। নির্বাচনকে অন্যদিকে নেওয়ার পাঁয়তারা চলছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোজাহিদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তাহসিনা রুশদীর লুনা বলেন, দেশে নির্বাচন হলে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এজন্য তারা নির্বাচন না হওয়ার জন্য বিভিন্ন পাঁয়তারায় লিপ্ত রয়েছে। কেউ কেউ মুখে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছেন। তারাই আবার আগে আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে।

তিনি আরও বলেন, পেছন থেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছেন যারা তাদের কিন্তু জনগণ চিনে ফেলেছে। মনে রাখবেন ষড়যন্ত্র করে কেউ এ পর্যন্ত সফল হয়নি। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব জনগণই আপনাদের দেবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। আন্দোলনের একটিই দাবি ছিল নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন তিনটি হয়েছে, কিন্তু ভোট হয়নি, জনগণ ভোটাধিকার পায়নি। জুলাই আন্দোলনে ফ্যাসিস্টদের পতন হয়েছে। কিন্তু এখনও জনগণ তাদের ভোটাধিকার ফিরে পায়নি।

ইলিয়াসপত্নী লুনা বলেন, বিশ্বনাথ উপজেলায় বিএনপিকে সংগঠিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন মোজাহিদ আলী। তিনি এম. ইলিয়াস আলীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন। মোজাহিদ আলী জীবনের সবটুকু সময় বিএনপিকে দিয়েছেন। দলের প্রতি তার শ্রম, ত্যাগ ও অবদান বিশ্বনাথের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন। তিনি বলেন, দেশের সর্বস্তরের জনগণ দ্রুত একটি সুন্দর নির্বাচন চায়। তারা অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচনে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে চায়।

তিনি আরও বলেন, এম ইলিয়াস আলী বিএনপির প্রাণ। তাকে ফেরত পেতে আন্দোলন আরও জোরদার করতে হবে। আগামী নির্বাচনে ইলিয়াস আলীর পরিবারের এ ত্যাগের মূল্যায়ন দেবে জনগণ। বিশ্বনাথ-ওসমানীনগরবাসী ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে আছে। আগামীতে ইলিয়াসপত্নীর লুনার হাতকে আরও শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অলংকারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলতাব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ।

উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ তাহির আলী উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করে ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি তদারকিতে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

কারাগারে আত্মহত্যা করেছেন ‘উদ্ভাবক’ মিজান : পুলিশ

নির্বাচন বানচালের জন্যই হাদির ওপর গুলি করা হয়েছে : সমমনা জোট

খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : মাসুদুজ্জামান

শিল্প সরোবরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণিল আয়োজন

নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের

হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্তের দাবি জুলকারনাইনের

ওসমান হাদিকে নিয়ে সুখবর দিলেন তাসনিম জারা

গুলিবিদ্ধ হাদির খোঁজ-খবর নিলেন ডা. জুবাইদা রহমান

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

১০

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

১১

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

১২

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

১৩

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

১৫

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

১৬

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

১৭

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

১৮

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

২০
X