চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় নকলে সহায়তার অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষকদের তালিকা করছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শিগগিরই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৫ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।
চিঠিতে এসএসসি পরীক্ষার সময় নীতিমালা পরিপন্থি কাজের জন্য বহিষ্কৃত অথবা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া কেন্দ্রসচিব ও কক্ষ পরিদর্শকদের তথ্য একটি নির্দিষ্ট ছকে আগামী ১৪ মের মধ্যে ই-মেইলের মাধ্যমে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়েছে, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নকলের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যান্য বছরের তুলনায় এবার অসদুপায় অবলম্বনের দায়ে বহু শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে, নকল বা অসদুপায় অবলম্বনে সহায়তার অভিযোগে বেশ সংখ্যক কেন্দ্রসচিব এবং কক্ষ পরিদর্শককেও বরখাস্ত করা হয়েছে।
শিক্ষা বোর্ডের এই পদক্ষেপ নকলমুক্ত পরীক্ষা পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন