জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সি-ইউনিটে ১৫তম মেধাস্থান অর্জন করেছে খুলনার আজহারুল ইসলাম। কিন্তু টাকার অভাবে এই অসচ্ছল মেধাবী তরুণের স্বপ্নই ধূসর হতে যাচ্ছিল, মেধা তালিকায় স্থান করে ভর্তির আশাই ফিকে হয়ে আসছিল তার। শেষ পর্যন্ত এই মেধাবীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। আজহারুলের ভর্তি সংক্রান্ত সব দায়িত্ব নিয়েছেন তিনি।
শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, ‘ছাত্রদল নেতা শাহরিয়ার ভাই তার পাশে না দাঁড়ালে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তার পূরণ হতো না। এজন্য আমি ওই নেতাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাছে কৃতজ্ঞ।’
জানতে চাইলে ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেন বলেন, তার কাছে তথ্য আসে যে মেধা তালিকায় স্থান করে নেওয়া ভর্তিচ্ছু এক শিক্ষার্থী টাকার জন্য ভর্তি হতে হিমশিম খাচ্ছে। তখনই তিনি নিজের পড়ালেখার খরচ থেকে ওই ছাত্রের পাশে দাঁড়ান। ভবিষ্যতেও আজহার নামের ওই ছাত্রের পাশে থাকার চেষ্টা করবেন।
শাহরিয়ার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে, এখনো করছে, সামনেও করে যাবে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর খান বলেন, ‘আমার বাড়িও খুলনায়। নিজ জেলার ছোট ভাই ভর্তি পরীক্ষায় মেধাস্থান অধিকার করেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না- এমন তথ্যে মন খারাপ হয়। এরপর তিনি ওই ছেলেটার পাশে দাঁড়াতে ছাত্রদলের গ্রুপে বিষয়টি শেয়ার করেন। সঙ্গে সঙ্গেই যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ভাই তাতে সাড়া দেন। এতে নিজ জেলার মেধাবী তরুণের স্বপ্ন পূরণে কাজে দিচ্ছে।’
এদিকে একজন ছাত্র নেতার এমন ইতিবাচক কাজের খবর ক্যাম্পাসেও ছড়িয়েছে। এতে সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীরা তাকে প্রশংসা করেছেন।
মন্তব্য করুন