বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

মঙ্গলবার শুরু হচ্ছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম

রাজধানীর সরকারি সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
রাজধানীর সরকারি সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে গঠিত রাজধানীর সরকারি সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের কার্যক্রম মঙ্গলবার (২৭ মে) থেকে শুরু হচ্ছে।

সোমবার (২৬ মে) এ তথ্য জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

তিনি বলেন, সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভা আগামীকাল (২৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এ সভার মাধ্যমে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সভায় ইউজিসির নীতিনির্ধারক কর্মকর্তা, সাত কলেজের অধ্যক্ষরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। আমরা আশা করছি, এই সভা থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং পরবর্তীতে নতুনভাবে প্রজ্ঞাপন জারি করে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করব। কারণ, আমাদের কাছে এমন কোনও প্রক্রিয়াগত কাঠামো নেই যার মাধ্যমে আমরা এককভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দ্ব্যর্থহীনভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তাদের সহায়তা ছাড়া আমাদের পক্ষে এই কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই, অন্তর্বর্তী প্রশাসনের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

নতুন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষার বিষয়ে চিন্তা করছি। আমাদের চেষ্টা থাকবে, আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে যেন ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায়। তবে রাতারাতি সবকিছু পরিবর্তন হবে না।’

নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো কেমন হবে—জানতে চাইলে অধ্যাপক ইলিয়াস বলেন, এ বিষয়টি নিয়ে আমরা এখনও কাজ করার সুযোগ পাইনি। আগামীকালের সভা থেকেই আমাদের কাজ শুরু হবে। তখন নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ইউজিসি এ বিষয়ে আগেই কিছু কাজ শুরু করেছে এবং তারা বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানে।

উল্লেখ্য, গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করে। সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যে গঠিত এই প্রশাসনের প্রশাসক হিসেবে নিয়োগ পান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌরিতানিয়ায় হজযাত্রীদের নিয়ে বিমান বিধ্বস্ত, যা জানা যাচ্ছে

চিন্তা ও ভাষায় নিয়ন্ত্রিত হবে শাওনের গাড়ি

ঢাকায় পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম

ঈদুল আজহা কবে জানা যাবে সন্ধ্যায়

সকালে যে আমল করলে সারাদিন ভালো কাটবে

উৎক্ষেপণের ৩০ মিনিটেই বিধ্বস্ত স্টারশিপের রকেট

আজ বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া 

আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

১০

টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

১২

টিভিতে আজকের খেলা

১৩

২৮ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

২৮ মে : আজকের নামাজের সময়সূচি

১৫

‘হোমিও-ইউনানি-আয়ুর্বেদ চিকিৎসা নিয়ে স্বাস্থ্য খাত সংস্কার প্রতিবেদন বৈষম্যপূর্ণ’

১৬

মধ্যরাতে দোকানে দোকানে সেনাবাহিনী, গ্রেপ্তার ১০

১৭

শেকৃবির রেজিস্ট্রার পদে রুটিন দায়িত্বে নজরুল ইসলাম

১৮

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘সুরভি’ : ডা. জুবাইদা

১৯

ধোলাইয়ের শিকার দুই ইরানি করলেন মামলা

২০
X