কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মিটফোর্ডের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তবে এতে কোনো লাভ হবে না। কারণ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, তবে এতে কোনো লাভ হবে না। কারণ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ব্যবসায়িক দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। তারপরও এ ঘটনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের যাদের নাম পাওয়া গেছে, তাদের রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কোনো ধরনের অপকর্ম, সংঘাত কিংবা মানুষ হত্যায় যারা জড়িত- তাদের কোনো ছাড় নেই, বিএনপি তাদের ছাড় দেয় না।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে গতকাল শুক্রবার একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এই ঘটনায় সত্য যে বিষয়টি, সেটি উদ্‌ঘাটন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর। এ ঘটনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের যাদের নাম পাওয়া গেছে, তাদের রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটি বৃহৎ পরিবার- কোনো ছিদ্রপথে দু-একজন দুষ্কৃতকারী ঢুকে পড়ে, সেটি সবসময় খোঁজ রাখা যায় না। কিন্তু দুষ্কৃতকারীদের কোনোভাবে যদি চিহ্নিত করা যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করেন না দল বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার রাতে পাবনার সুজানগরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সে রাতেই তাদের বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অথচ কোনো কোনো রাজনৈতিক দল দেখছি ওই ঘটনাকে রাজনৈতিক রংচং দেওয়ার চেষ্টা করছে। এখানে দল কোথায় জড়িত, হয়তো দলের নামধারী কেউ হতে পারে। এটা তো দলের পদ-পদবি নিয়ে সংঘর্ষ হয়নি। দলের মতাদর্শ নিয়ে ঝগড়া হয়নি। ঝগড়া হচ্ছে তাদের ব্যবসা নিয়ে, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা শুনেছেন, ভাঙারি ব্যবসা নিয়ে ঘটনা। এই ঘটনার সঙ্গে দল হিসেবে বিএনপি কোথায় জড়িত?

তিনি আরও বলেন, যে নিহত হয়েছেন আর যারা ঘাতক, তাদের মধ্যে ঝগড়া চলছে। এটি যুগ যুগ ধরে তারা করে আসছে। এখন পট পরির্বতন হয়েছে, ওয়ার্ড পর্যায়ের কেউ ব্যবসার সঙ্গে জড়িত হতে পারে, যা মহানগর বা কেন্দ্রীয় নেতারা জানেন না; রুট-লেভেলে তো সবকিছু বোঝাও যায় না।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অপকর্ম, সংঘাত কিংবা মানুষ হত্যায় যারা জড়িত, তাদের কোনো ছাড় নেই। সরকার ও প্রশাসনকে বলব, মাটির গভীরে যাক- সেখান থেকে অপরাধীদের ধরে এনে এমন দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

তিনি বলেন, দু-একটি রাজনৈতিক দল মিছিল করে, বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করে। আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতাম, তাদের বহিষ্কার না করতাম, তাহলে এক কথা ছিল। কিন্তু দল অবিলম্বে বিচার ও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? মানে একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য।

জামায়াত-শিবিরকে ইঙ্গিত করেন রিজভী বলেন, আমরা আপনাদের অতীত অপকর্ম ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কীভাবে পায়ের রগ কাটা হয়েছে, কীভাবে বাসের ভেতর থেকে ছাত্রদল নেতাকে ধরে এনে বিনোদপুর গ্রামে হত্যা করা হয়েছে। আপনাদের নৃশংসতা, আপনাদের ভয়াবতা মানুষ ভুলে যায়নি। এখনো আপনাদের দেখলে পরে সেই উপাধিগুলো মানুষ দেয়। আর আপনারা এখন মিছিল করেন। বিএনপির ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে ফায়দা লোটার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিটফোর্ডের সামনে হত্যাকাণ্ড / সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

মানিকগঞ্জের সেই বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডাবল বাগেল দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়নতেক

চায়ের আড্ডায় গিয়ে ‘ঝামেলায়’ সাবেক মন্ত্রী মান্নান

জমকালো আয়োজনে এনবিএর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

মিরপুরে সাউন্ডবক্স বাজিয়ে অনুশীলনে আফিফরা

বিএনপি নেতা রফিকুল আলম মজনুর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আড়াই মাস পর ওবাইদুরের মরদেহ ফেরত দিল ভারত

১০

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে লিটন, বিশ্বাস সিমন্সের

১১

‘সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল’

১২

ইউনিয়ন বিএনপি নেতার পায়ুপথ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার

১৩

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৪

শিক্ষকের অনৈতিক প্রস্তাব-হুমকি, শরীরে আগুন দিলেন ছাত্রী

১৫

সকাল ৯টার মধ্যে ৮ বিভাগে ঝড়বৃষ্টির আভাস

১৬

আজই মা হতে পারেন কিয়ারা

১৭

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বেচাকেনায় চমক

১৮

শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

১৯

ভারতে পালাতে গিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

২০
X