অপটিক্যাল ইলিউশনের সঙ্গে এখন অনেকেই পরিচিত। অপটিক্যাল ইলিউশন হচ্ছে একটি দৃষ্টিভ্রম ছবি বা ভিডিও’র একাধিক অর্থ। যা ব্যক্তিভেদে সবসময় আলাদা উত্তর হয়ে থাকে।
তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় দৃষ্টিভ্রম ছবি দেখলে তা সমাধানের চেষ্টা করেন। এতে অবশ্য মস্তিস্কের বিকাশ ঘটে। এ ছাড়া চোখের দৃষ্টিশক্তিও যাচাই হয়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি দৃষ্টিভ্রম ছবি দেখা যায়। এতে কেউ দেখছেন একটি নৌকা, আবার কারও চোখে ধরা পড়ছে একটি কুমির। কিন্তু এই প্রথম দেখাতেই লুকিয়ে রয়েছে এক গভীর বার্তা। আপনি মানুষ হিসেবে কেমন? এই প্রশ্নের উত্তর দিচ্ছে একটি অপটিক্যাল ইলিউশন।
অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধা নতুন কিছু নয়। আমাদের চোখ ও মস্তিষ্কের মধ্যে সমন্বয়ের ঘাটতি থেকেই তৈরি হয় এই বিভ্রম। তবে এমন অনেক ছবিই আছে, যেগুলো শুধু দৃষ্টিভ্রম তৈরি করে না, মানুষের মনোজগৎ ও ব্যক্তিত্বও উন্মোচন করে।
সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবিটিও ঠিক তেমনই। অনেকে এটিকে নিছক বিনোদন মনে করলেও মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা।
আপনি কী প্রথমে দেখেছেন?
যদি আপনি প্রথমে কুমিরটি দেখে থাকেন
আপনি স্বভাবতই বড় ছবি বা সামগ্রিক বিষয়গুলো আগে দেখতে পান। ছোটখাটো ব্যাপারে আপনি সবসময় আটকে পড়েন না— আর এটা এক ধরনের শক্তি। কারণ, এটা আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস থাকতে সাহায্য করে।
তবে, মাঝে মাঝে আপনি ছোট ছোট বিষয়গুলো উপেক্ষা করে ফেলতে পারেন। যেসব জিনিস প্রথম দেখায় গুরুত্বপূর্ণ মনে হয় না, সেগুলো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন হয়তো। আপনি বাস্তববাদী, সাবধানী, আর ঝুঁকি নিতে খুব একটা পছন্দ করেন না। আপনি সাধারণত স্থিতিশীলতা পছন্দ করেন। নতুন বা অজানা কিছু অনুসরণ করার চেয়ে পরিচিত জিনিসের মধ্যেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
যদি আপনি প্রথমে নৌকাটি দেখে থাকেন
আপনার চোখে খুঁটিনাটি বিষয়গুলো খুব সহজে ধরা পড়ে — আপনাকে ফাঁকি দেওয়া সহজ নয়। আপনি এমন সব ছোট ছোট জিনিস খেয়াল করেন যা অনেকেই মিস করে যায়। আর এই গুণটাই আপনাকে আরও সৃজনশীল, আলাদা বা একটু ব্যতিক্রমী করে তোলে।
এই রকম গভীর মনোযোগ অনেক সময় একটা সুপারপাওয়ারের মতো কাজ করে, বিশেষ করে সৃজনশীল কাজ বা শেখার ক্ষেত্রে। তবে খেয়াল রাখবেন, যাতে আপনি অতিরিক্ত বিশ্লেষণে বা ভাবনায় হারিয়ে না যান। মাঝে মাঝে একটু পেছনে ফিরে দাঁড়িয়ে বড় ছবিটাও দেখা খুব জরুরি।
ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার কেন এত জনপ্রিয়?
সাইকোলজিক্যাল টেস্ট বা অপটিক্যাল ইলিউশনভিত্তিক কুইজ বা ফিচার এখন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। কারণ এগুলো শুধু বিনোদন দেয় না, নিজের সম্পর্কে ভাবার সুযোগও দেয়। অনেকেই বলেন, এগুলো নিছক মজা, আবার অনেকে বিশ্বাস করেন- অবচেতন মন সত্যিই কিছু ইঙ্গিত দেয়।
মনোবিজ্ঞানীরা বলেন, ‘আমাদের ব্রেন যখন অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক কোনো ছবি দেখে, তখন যে উপাদান আগে শনাক্ত করে, তা আমাদের মানসিক অগ্রাধিকার বা প্রবণতার দিকে ইঙ্গিত দেয়।’
আপনি প্রথমে কি দেখলেন? জানাবেন আমাদের। আর এখন সময় বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানার তারা প্রথমে কি দেখল?
মন্তব্য করুন