দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটিয়ে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষা উপদেষ্টার কাছে আবারও জোর দাবি জানিয়েছেন নন এমপিও শিক্ষকরা। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আশ্বাস বাস্তবায়নে অর্থবহ অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ এ হুঁশিয়ারি দেয়। তার আগে সকালে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নন-এমপিও ঐক্য পরিষদের নেতারা।
শিক্ষক নেতারা বলেন, গত মার্চ মাসে ১৭ দিনের আন্দোলনের সময় আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত সময়ের মধ্যে এমপিভুক্ত করা হবে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। শিক্ষা উপদেষ্টা এ বিষয়ে আবারও আশ্বস্ত করেছেন। কিন্তু এর বাস্তবায়ন দেখতে চান শিক্ষকরা।
তারা বলেন, যদি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা লাগাতার কর্মসূচি ও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। শিক্ষকরা বিশ্বাস করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের এ কাজে বাধ্য করবে না।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন, উপদেষ্টা শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমপিওভুক্তি করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক বিবেচনা, নামকরণ ও আর্থিক বৈষম্যের কারণে অনেক যোগ্য ও সুনামধন্য প্রতিষ্ঠান এমপিওভুক্তি থেকে বঞ্চিত হয়েছে। প্রতিকূল পরিবেশে টিকে থাকা এসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তি এখন মানবিক দাবি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেক প্রতিষ্ঠান ভগ্নদশায় পরিণত হয়েছে এবং শিক্ষকরা নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে মফস্বল এলাকায় দরিদ্র বেশি হওয়ায় বিনা বেতনে প্রতিষ্ঠান টিকিয়ে রাখা অত্যন্ত কষ্টকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম ও নাজমুছ শাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ মিজানুল হক মামুন, অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকী বিল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন