‘সরকারের উন্নয়ন ও শিক্ষকদের প্রত্যাশা’ নিয়ে রাজশাহীতে আগামী ২৩ সেপ্টেম্বর বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় এ সমাবেশের আয়োজন করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
সমাবেশে রাজশাহী বিভাগের সব মাদ্রাসার প্রধানকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
মন্তব্য করুন