কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:০৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মানারাতে শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

মানারাত শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু।
মানারাত শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু।

জমকালো আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে চার দিনব্যাপী শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি) এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বাংলা সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতার এবারের আসরে সারাদেশের ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ২৪টি কলেজের বিতার্কিক দল অংশ নিচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলাদা আলাদাভাবে প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র মো. আতিকুল ইসলাম বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের সদস্য এবং এতে অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে অংশ নেয়া ছাত্র-ছাত্রীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিতর্কের উদ্দেশ্য হলে যুক্তি-তর্কের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে কোনটি ঠিক, কোনটি ঠিক না তা প্রতিষ্ঠা করা যায়।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনীয়তা যুক্তি-তর্কের মাধ্যমে তুলে ধরেছিলেন। ফলে মানুষ স্বাধীনতা অর্জনের জন্য মানুষ জীবন উৎসর্গ করেছিল। ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। সুতরাং যুক্তি-তর্কের শক্তি অনেক। এর মাধ্যমেই সত্য প্রতিষ্ঠা করা যায়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন, ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এবং রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।

অনুষ্ঠানের শুরুতে সদ্য ইন্তেকাল করা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মাহবুব আলম, ডিবেট ক্লাবের মডারেটর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা জামান, সহকারী মডারেটর রেহমানা সুলতানা, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন, ক্লাবের প্রেসিডেন্ট হাসিব আহমেদ, সেক্রেটারি সাগর পাটোয়ারি, ক্লাবের উপদেষ্টা মুরশেদ ও রাহত, শেখ রাসেল ২য় এমআইইউডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩-এর আহবায়ক মাহমুদুল আলম রাসেল- সহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটি উপস্থাপন করেন ডিবেট ক্লাবের উপদেষ্টা মোহসিনা শারমিনা নিশাত ও সাইফ আহমেদ খান।

এবারের প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও স্বপ্নধারা। গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে এমা। আগামী ২৮ অক্টোবর বিকেলে ফাইনাল রাউন্ড, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

ফুটবলকে বিদায় বললেন মেসির আরও এক সতীর্থ

১০

প্রথমবারের মতো ইউনেস্কোর সভাপতি বাংলাদেশ

১১

ভারতীয়দের জন্য সংকুচিত হচ্ছে মার্কিন দরজা

১২

‘সোলজার’র প্রথম ঝলকে কী বার্তা দিলেন শাকিব খান?

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / সেই রাশিদার চিকিৎসার দায়িত্ব নিল খুলনা মেডিকেল

১৪

টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারওয়ারের হুঁশিয়ারি

১৫

আবরার ফাহাদ স্মরণে ৮ স্তম্ভ নির্মাণ, ব্যয় কত

১৬

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

১৭

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে হজযাত্রী নিবন্ধনের বিষয়ে যা জানা গেল

১৮

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন : এম এ মালিক

১৯

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

২০
X