রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষিকার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনে হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব দাবি জানান ভুক্তভোগীর মা ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর মা রাবি শিক্ষিকা বলেন, যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ডা. রাজুর বিরুদ্ধে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। এর জেরে ১৩ নভেম্বর তার বিরুদ্ধে অভিযুক্ত মামলা করেন বলে জানান তিনি। ভুক্তভোগীর মা আরও বলেন, অভিযুক্ত ডা. রাজু বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী, সাধারণ সম্পাদক অধ্যাপক বোরাক আলী, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবা কানিজ কেয়া, মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোবাররা সিদ্দিকাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী।
গত ৩০ অক্টোবর রাত ৮টার দিকে নগরীর তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে যৌন হয়রানির এ ঘটনা ঘটে। পরে ৩১ অক্টোবর সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ডা. রাজু আহমেদের বিরুদ্ধে। উপচার্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন ডা. রাজুকে সাময়িক বহিষ্কার করে। আবার গত ১৩ নভেম্বর ডা. রাজু আহমেদ ভুক্তভোগীর মাসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মন্তব্য করুন