ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী সোনালি দলের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছর (জুন ২০২৪) এ কমিটি দায়িত্ব পালন করবে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি অধ্যাপক ড. মো. মাহবুব আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাছুমা হাবিব, যুগ্ম সম্পাদক-১ অধ্যাপক ড. মো. আব্দুল কাফি, যুগ্ম সম্পাদক-২ অধ্যাপক ড. মো. আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ, দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. আখতারুল আলম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. সোনিয়া সেহেলী এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. মো. রোস্তম আলী নির্বাচিত হয়েছেন।
সদস্য হিসেবে কমিটিতে আছেন- অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী ও অধ্যাপক মোহাম্মদ সাজেদুল আরেফিন। এ ছাড়া সদস্য (পদাধিকারবলে) অধ্যাপক ড. মো. আবুল হাশেম, অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম ও অধ্যাপক ড. মো. শহীদুল হক।
মন্তব্য করুন