কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ
শিক্ষাক্রম নিয়ে সমালোচনা 

আটক অভিভাবকদের মামলা প্রত্যাহারের দাবি

উদ্বিগ্ন অভিভাবক, শিক্ষক ও নাগরিক সমাজের মানববন্ধন। ছবি : কালবেলা
উদ্বিগ্ন অভিভাবক, শিক্ষক ও নাগরিক সমাজের মানববন্ধন। ছবি : কালবেলা

নতুন শিক্ষাক্রম নিয়ে সমালোচনা করায় আটক অভিভাবকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং শিক্ষাক্রম বাতিলসহ চার দাবিতে মানববন্ধন করেছে উদ্বিগ্ন অভিভাবক, শিক্ষক ও নাগরিক সমাজ নামক একটি সংগঠন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও সর্বজনকথা পত্রিকার সম্পাদক আনু মোহাম্মদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, বাংলা নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত। মানববন্ধন পরিচালনা করেন সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল রাহা।

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন শিক্ষাক্রমের কারণে শিক্ষার মানের আরও পতন হবে। এ বিষয়ে সচেতন শিক্ষাবিদ, শিক্ষকসহ দেশ-বিদেশের বহু মানুষ দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, লিখে আসছিলেন এবং কিছু সংগঠন নানা কর্মসূচিও গ্রহণ করছিলেন। কিন্তু তাদের সেসব কথা ও যুক্তিকে উপেক্ষা করে ২০২৩ সালে এটা বাস্তবায়ন শুরু হলে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীরাও এটার ভয়াবহ ক্ষতিকর দিক সম্পর্কে বুঝতে পারেন। তারা নানাভাবে এর প্রতিক্রিয়া জানানোর একপর্যায়ে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ সন্তানের স্কুলের সামনে মানববন্ধন করে কারিকুলাম বাতিল বা সংস্কারসহ অন্যান্য দাবিতে একত্রিত হতে থাকেন।

তারা বলেন, অভিভাবকদের এসব কথা ও যুক্তিকে শোনার-বোঝার চেষ্টা করা তো দূরের কথা, উল্টো গত ২৩ নভেম্বর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক অজ্ঞাত স্থান থেকে মহানগর আইডিয়াল স্কুলের অভিভাবক কাজী সাইফুল হক পনির এবং টাঙ্গাইলের মধুপুরে ‘আলোর ভুবন’ নামের ব্যতিক্রমী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর কবিরকে সাইবার আইনে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের অভিভাবক তাপসী খান ও স্নাতক শিক্ষার্থী আলামীনকেও মামলার আসামি করা হয়েছে।

নাগরিক সমাজের করা চার দাবির মধ্যে রয়েছে- অবিলম্বে আটককৃতদের নিঃশর্তে মুক্তি প্রদান করতে হবে এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। অভিভাবক সমাজকে হেয় করা, ছোট করা, মামলা প্রদান, গুম, রিমান্ডসহ ন্যক্কারজনক কর্মকাণ্ড যারা করেছে তাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে জবাবদিহির ব্যবস্থা গ্রহণ করতে হবে। অভিভাবক ও নানা শ্রেণিপেশার মানুষের মতবিনিময়ের ক্ষেত্র হিসেবে গড়ে ওঠা ফেসবুক গ্রুপ ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন’-কে খুলে দিয়ে এর উদ্যোক্তা-অ্যাডমিনদের কাছে ফিরিয়ে দিতে হবে। জাতীয় শিক্ষানীতির সাথে সাংঘর্ষিক নতুন কারিকুলাম বাতিলসহ অভিভাবকরা যে ৮টি দাবি উত্থাপন করেছেন সেগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগে ’৭১ নিয়ে মাফ চান, পরে ভোট চান : মির্জা ফখরুল 

বিমান থেকে নিজেই লাগেজ নিয়ে নামলেন তারেক রহমান

হাইকোর্টের রায় / নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত : মাহদী আমিন

থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার

হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

শুক্রবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জব্দ করা সুপারট্যাংকার ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

১০

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে : মির্জা ফখরুল

১১

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

১২

পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, সন্তানকে বরণে প্রস্তুত বগুড়া

১৩

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন

১৪

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

১৬

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

১৭

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

১৮

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

১৯

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

২০
X