বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত শিল্পী হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। প্রতিবছরই বিভিন্ন বিভাগে নতুন নতুন শিল্পীদের তালিকাভুক্ত করে থাকে বিটিভি। কিংবদন্তি, অভিজ্ঞ ও গুণী শিল্পীদের দ্বারা সাধারণত অডিশনের মধ্য দিয়ে এসব শিল্পী চূড়ান্ত করা হয়। এ বছর প্রকাশিত তালিকায় সাফল্য দেখিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের এমন সাফল্যে উচ্ছ্বসিত বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। বিটিভি ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর নজরুল সংগীতে তালিকাভুক্ত শিল্পী হয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থী, রবীন্দ্র সংগীতে ১৩ জন, লোকসংগীতে ১৩ জন, আধুনিক সংগীতে ৭ জন এবং উচ্চাঙ্গ সংগীতে একজন শিক্ষার্থী।
নজরুল সংগীতে নির্বাচিত শিল্পী প্রণব হালদার প্রান্ত বলেন, বিটিভির তালিকাভুক্ত শিল্পী হওয়া সত্যিই খুব আনন্দের। এ বছর আমি নজরুল সংগীতে তালিকাভুক্ত হয়েছি। নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এত জন বিটিভির তালিকাভুক্ত শিল্পী হয়েছেন; এটা আমরা শিল্পীদের জন্য যেমন গর্বের, তেমনি এই বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ শাকিল হাসমী বলেন, বিভাগের শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা খুবই খুশি। আমদের আরও অনেক শিক্ষার্থী রয়েছেন, যাদের তালিকাভুক্ত হওয়ার মতো সক্ষমতা রয়েছে। আমরা তাদেরও দিকনির্দেশনা দেব। পরবর্তী সময়ে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে তালিকাভুক্ত শিল্পীর সংখ্যা আরও বাড়বে বলে আমি আশাবাদী।
মন্তব্য করুন