ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বসন্ত উদযাপনে গ্রামবাংলার আবহ দিবে ঢাবি সাংস্কৃতিক সংসদ

সংবাদ সম্মেলনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’ বসন্ত উৎসব সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’ বসন্ত উৎসব সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে। ছবি : কালবেলা

ঋতুরাজ বসন্তকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বসন্ত উৎসব ১৪৩০’। আগামী রবিবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে নানা আয়োজনে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’ এ তথ্য তুলে ধরেন।

দিনব্যাপী এ আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গ্রামীণ লোকজ মেলা এবং তারকা শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা। গ্রামীণ মেলায় পোশাক, অলংকার ও খাবারের স্টলের পাশাপাশি থাকছে নাগরদোলা, বানর নাচ, সাপের খেলা, পুতুল নাচ, বায়োস্কোপ, মোরগ লড়াই, পুঁথিপাঠ, কীর্তন, টিয়া পাখির সাহায্যে ভাগ্য গণনাসহ ঐতিহ্যবাহী গ্রামীণ লৌকিক সংস্কৃতির বাহারি সব আয়োজন। মূলত এক টুকরো গ্রামবাংলাকে ঢাকা শহরের বুকে নিয়ে আসাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজক কমিটি।

দিনব্যাপী অনুষ্ঠানে সকাল ১০টায় গ্রামীণ মেলা উদ্বোধন করা হবে। দুপুর ৩টায় আলোচনা ও গুণীজন সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রদান করা হবে সংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রফিকুল আলম, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা, সংগীতশিল্পী আবিদা সুলতানা এবং অভিনয়শিল্পী ডা. এজাজুল ইসলামকে।

এছাড়াও বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) উপদেষ্টা অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ এবং অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক। অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর এবং ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সাবরিনা সুলতানা চৌধুরী।

আলোচনা সভা শেষে বিকেল ৫টায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এরপর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে থাকবে কনসার্টে জনপ্রিয় ব্যান্ড ‘এভয়েডরাফা’ ও কৃষ্ণপক্ষর সংগত পরিবেশনা এবং রাত ৯টা ৪৫ মিনিটে থাকবে সমাপনী অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি দেবজ্যোতি বিশ্বাস ও সাধারণ সম্পাদক কে এম তানভীরুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বরাবরই দেশীয় সংস্কৃতিকে ধারণ ও লালন করতে তৎপর। তারই অন্যতম উদাহরণ আমাদের এই বসন্ত উৎসব। তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে একীভূত করার আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই আয়োজনে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি পার্টনার হিসেবে থাকছে ব্রাইডাল হারমোনি। এছাড়া, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টেলিভিশন, দীপ্ত টিভি, চ্যানেল আই, সময় সংবাদ, এনটিভি, গ্লোবাল টেলিভিশন, নেক্সাস টিভি, ইত্তেফাক, প্রতিদিনের বাংলাদেশ, ডিবিসি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আজকের পত্রিকা, বিজয় টিভি ও রেডিও বাংলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উইমেন এমপাওয়ারমেন্ট ফেলোশিপ পেলেন মহিলা দল নেত্রী সুমাইয়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বড় নিয়োগ

আজ বিশ্ব চিঠি দিবস : হারিয়ে যাওয়া আবেগের দস্তাবেজ

বিতর্কিত পেনাল্টির পরও রায়োর সঙ্গে বার্সার ড্র

বিদেশ ভ্রমণের সুবিধাসহ স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি নিহত, কাঁপল পাকিস্তানও

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১০

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, থাকছে যেসব কর্মসূচি

১১

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১২

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

১৩

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

১৪

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

১৫

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

১৬

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

১৭

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

১৮

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

২০
X