পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের ৫ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ড. মোহাম্মদ শহীদুল্লাহ ফ্যামিলি ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার ও বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন উপস্থিত ছিলেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. হালিম বাদশা (গণিত), মো. মেহেদী হাসান (গণিত), হৃদিতা ভৌমিক অর্না (পরিসংখ্যান), মো. আছিব হোসেন (ফলিত গণিত) ও শামস তৃনাল তোহা (এপ্লাইড স্ট্যাটিসটিকস অ্যান্ড ডেটা সায়েন্স)।
উল্লেখ্য, অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ২০২৩ সালে এই ট্রাস্ট ফান্ড গঠন করেন।
মন্তব্য করুন