ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ইস্যুতে মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র ফ্রন্টের সংহতি

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের লোগো। ছবি : সংগৃহীত
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের লোগো। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্কচ্যুতির দাবিতে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

রোববার (২৮ এপ্রিল) সংগঠনটির সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যৌথ বিবৃতিতে এ সংহতি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ইসরায়েলের সাথে সমস্ত রকম রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সম্পর্ক ছিন্ন করা বিশ্বের সকল গণতান্ত্রিক-শান্তিকামী মানুষের দাবি। মার্কিন মদদেই ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছে। এর বিরুদ্ধে দেশে-দেশে বিক্ষোভ সংগঠিত হচ্ছে। সেই বিক্ষোভ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভে অসংখ্য ইহুদি শিক্ষার্থী এবং তাদের সংগঠনও সাহসের সঙ্গে অংশগ্রহণ করছে। আমরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের সংগ্রামী অভিবাদন এবং চলমান আন্দোলনের সাথে গভীর একাত্মতা ও সংহতি জানাচ্ছি।

তারা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীদের ক্যাম্পাস ছেড়ে যেতে বলা হয়েছে। বিভিন্ন ক্যাম্পাস থেকে কয়েকশ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক ওয়াক-আউট করেছেন। মার্কিন সরকার এবং কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যৌথভাবে যেভাবে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা এবং নির্যাতন নামিয়ে আনল, আমরা এর তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

নেতারা আরও বলেন, আজ মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোকে মারণাস্ত্র তৈরি এবং গণহত্যার কাজে ব্যবহার করছে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোও এসব কাজে ব্যবহৃত হচ্ছে। তাই শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান-গবেষণা এবং কোনো সম্পদকে ফিলিস্তিনে গণহত্যার কাজে ব্যবহার করা যাবে না। আজ বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ তার অর্থনৈতিক-রাজনৈতিক আধিপত্য বজায় রাখার স্বার্থে নৃশংস গণহত্যা-আগ্রাসন পরিচালনা করছে। সভ্যতাকে রক্ষা এবং শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সাম্রাজ্যবাদী যুদ্ধ-আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ লড়াই জোরদার করা একান্ত জরুরি।

নেতারা অবিলম্বে ফিলিস্তিনে মার্কিন মদদে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিশ্বের সকল শান্তিকামী-গণতন্ত্রমনা মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৭ বছরে এসএসসি পাস করলেন পুলিশ কনস্টেবল ছামাদ

দাওয়াতে নিয়ে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

স্পেনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

১৩ মে : নামাজের সময়সূচি

সোমবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

খেলাধুলাই পারে বাংলাদেশের মানুষকে এক কাতারে আনতে : জাভেদ ওমর

জরুরি বিভাগে ডাক্তার অনুপস্থিত, রোগীর মৃত্যু

পাইপলাইনে গ্যাস, ১০ বছরেও আবেদন করেনি কেউ!

নারায়ণগঞ্জে নারী কাউন্সিলর লাঞ্ছিত, অতঃপর...

১০

রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো : পররাষ্ট্রমন্ত্রী

১১

মঙ্গলবার শুরু হচ্ছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

১২

জামায়াতকে একমঞ্চে চায় ১২ দলীয় জোট

১৩

সৈয়দপুরে বিমান ওঠা-নামা বন্ধ

১৪

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, ধ্বসে পড়েছে রাস্তাঘাট

১৫

‘সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত’

১৬

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ

১৭

ইউএস ট্রেড শো ২০২৪ / সেরা প্যাভিলিয়নের পুরস্কার জিতে শেষটা রাঙিয়ে তুলল রিমার্ক-হারল্যান

১৮

সোমবার রাতে কুতুবদিয়ায় পৌঁছবে এমভি আব্দুল্লাহ

১৯

জিপিএ-৫ পেল মেয়ে, দুশ্চিন্তায় রিকশাচালক পিতা

২০
X