আশিকুর রহমান হৃদয়, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ
৪১তম বিসিএস

পুলিশ ক্যাডারে প্রথম শরীয়তপুরের জাহিদ

৪০তম বিসিএসে সমবায় ক্যাডার হন
৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম শরীয়তপুরের জাহিদ হাসান। ছবি : সংগৃহীত
৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম শরীয়তপুরের জাহিদ হাসান। ছবি : সংগৃহীত

৪১তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ১০০ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার জাহিদ হাসান।

ফল প্রকাশের পর জাহিদ হাসান নিজের ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন। পরে প্রথম হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পিএসসির ওয়েবসাইটে দেওয়া ফলাফলেও তার সত্যতা পাওয়া যায়।

আরও পড়ুন : বাবার সঙ্গে চা বিক্রি করেই বিসিএস ক্যাডার বেলায়েত

খোঁজ নিয়ে জানা গেছে, জাহিদ হাসান শরীয়তপুর জেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মিজানুর রহমান।

জাহিদ হাসান ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০১২ সালে এসএসসি ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ৪০তম বিসিএস এ সমবায় ক্যাডারে কর্মরত আছেন।

আরও পড়ুন : 'হলের বড় ভাইদের বিসিএস ক্যাডার হওয়ার চেষ্টা দেখে আগ্রহ জন্মায়'

জাহিদ হাসান বলেন, ছোটবেলা থেকেই আমার ইউনিফর্মের চাকরি প্রতি আকর্ষণ ছিল। নিজের ইচ্ছাকে লালন করে নিজেকে প্রস্তুত করতে থাকি। প্রথমেই ৪০তম বিসিএসে সমবায় ক্যাডার পাই। মনে জোর ছিল আমি পারব। ৪১তম বিসিএসের জন্য আবার প্রস্তুতি নেই। পরীক্ষাও ভালো দেই। যেদিন ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষার ফলাফল ডাউনলোড করে দেখি পুলিশ ক্যাডারে প্রথমই আমার রোল নম্বর। নিজেকে বিশ্বাস হলো না। পরে আবারও রোল নম্বর চেক করি দেখি আমার কোনো ভুল হলো কিনা। রোল নম্বর আর ফলাফল বারবার মিলাতে থাকি, দেখি একই, আমিই প্রথম। একটা দীর্ঘশ্বাস নিলাম। কিছুটা সময় নীরব হয়ে গেলাম। পরে আম্মাকে ফোন দেই। মাও শুনে অনেক খুশি।

জাহিদ হাসান বলেন, এটা ছিল আমার স্বপ্ন। আল্লাহ আমার স্বপ্নপূরণ করেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে পারি।

ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, জাহিদ হাসান আমাদের স্কুলের ছাত্র এটা সত্যিই গর্বের। ছাত্ররা কর্ম জীবনে ভালো করলে যেমন শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম হয় তেমনি শিক্ষকদেরও সুনাম হয়। জাহিদ হাসানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আশা করছি আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও জাহিদ হাসান তৈরি হোক।

৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণরা অংশ নেন লিখিত পরীক্ষায়।

গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৬ জুন শেষ হয় ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা। ২ হাজার ৫২০ জনের মধ্যে প্রশাসনে ৩২৩ জন, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ১০৮, ডেন্টিস্ট ১৭১, কৃষি ক্যাডারে ২৩০, শিক্ষা ক্যাডারে ৮৮৮, বন ক্যাডারে ৩৬, প্রাণিসম্পদ ক্যাডারে ৭৬, তথ্য ক্যাডারের তিন পদে ৩৮, কর ক্যাডারে ৬০ ও অন্যান্য ক্যাডারে ৪৬৫ জন। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

১৮০ টাকার জন্য পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ভুলেও প্রেসার কুকারে রান্না করবেন না যে ৫ খাবার

আলো-অন্ধকারের দার্শনিক জহির রায়হানের জন্মবার্ষিকীতে গভীর অভিবাদন

‘ত্রাণ নয়, রাস্তা চাই’

১০

‘ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীদের উন্নয়ন হয়নি’

১১

প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে হাজির জেলেনস্কি

১২

এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৩

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

১৪

মাটির নিচে মিলল পিস্তল-গুলি

১৫

জুলাই গণহত্যার আসামির জামিন বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য

১৬

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা করলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়?

১৭

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান

১৮

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

১৯

ভারতীয়রা কেন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করে?

২০
X