বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে মনোনয়ন ফরম জমা দিলেন ১৭২ প্রার্থী

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনে ১৭২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলের ২১টির মধ্যে বরগুনা-১ ও বরগুনা-২ আসনে ১১ জন করে ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এছাড়া পটুয়াখালী-১ আসনে ৮ জন, পটুয়াখালী-২ আসনে ৬ জন, পটুয়াখালী-৩ আসনে ৭ জন ও পটুয়াখালী-৪ আসনে ৭ জনসহ এ জেলার মোট ৪টি আসনে ২৮ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

ভোলা-১ আসনে ৪ জন, ভোলা-২ আসনে ৬ জন, ভোলা-৩ আসনে ৫ জন ও ভোলা ৪ আসনে ৫ জনসহ এ জেলার মোট ৪ টি আসনে ২০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

অপরদিকে বরিশাল-১ আসনে ৪ জন, বরিশাল-২ আসনে ১২ জন, বরিশাল-৩ আসনে ৯ জন, বরিশাল-৪ আসনে ৫ জন, বরিশাল-৫ আসনে ৮ জন ও বরিশাল-৬ আসনে ১৬ জনসহ এ জেলার মোট ৬ আসনে সর্বোচ্চ ৫৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

ঝালকাঠি-১ আসনে ১১ জন, ঝালকাঠি-২ আসনে ৪ জনসহ এ জেলার মোট ২ টি আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

এছাড়া পিরোজপুর-১ আসনে ৯ জন, পিরোজপুর-২ আসনে ১০ জন ও পিরোজপুর-৩ আসনে ১৪ জনসহ এ জেলার মোট ৩টি আসনে সর্বোচ্চ ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

২১টি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত হলো বরিশাল-৬ (বাকেরগঞ্জ) উপজেলা। এ আসনে সর্বোচ্চ ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়া শেষ সময়ে এসে নৌকা প্রতীক নিয়ে বিএনপির সাবেক নেতা ও বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম ঝালকাঠি-১ আসনে মনোনয়ন ফরম দাখিল করে নতুন আলোচনার সৃষ্টি করেছেন। এ আসনে এর আগে একাদশ জাতীয় সংসদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুল হক হারুন নৌকা প্রতীক পান।

এছাড়া বরিশাল ২ ও ৫ আসনে জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য ইকবাল হোসেন তাপস, বরিশাল ২ ও ৩ আসন থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন-এমপি, বরিশাল ৪ ও ৫ আসনে বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট থেকে সাংবাদিক মো. আসাদুজ্জামান মনোনয়ন ফরম জমা দিয়ে আলোচনার সৃষ্টি করেছেন। আবার এরমধ্যেই বরিশাল-২ আসেন জাতীয় পার্টির ৩ জন, ওয়ার্কার্স পার্টির ২ জন এবং কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসও মনোনয়ন ফরম জমা দিয়ে আলোচনায় রয়েছেন। যদিও বরিশাল-৩ আসনেও ওয়ার্কার্স পার্টির হয়ে দুজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

অপরদিকে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার ঘটনাও আলোচিত হয়েছে। সেই সঙ্গে বরিশাল-২, বরিশাল-৩, বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে নৌকার প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্রের নামে মনোনয়নবঞ্চিতদের প্রার্থী হওয়ার বিষয়টিও আলোচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে যে কারণে ‘সাপ’ বলেছিলেন মাস্ক

গোলকিপারের দুঃস্বপ্নের অভিষেকে ঘরের মাঠে সিটির হার

জাম্বুরা ফল কারা খেতে পারবেন না, জানালেন চিকিৎসক

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

১০

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

১১

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

১২

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

১৩

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

১৪

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

১৫

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

১৬

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১৭

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১৮

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৯

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

২০
X