দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে বেশকিছু নতুন মুখ। এবার পুরোনো ও নতুন বেশকিছু তারকা প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তাদের মধ্যে অভিনয়, সংগীত ও ক্রীড়া তারকা রয়েছেন। যাদের মধ্যে শুরু থেকেই আলোচনায় ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মাগুরা-১ আসনে প্রার্থী সাকিব আল হাসান। অন্যদিকে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এ দুই তারকার মধ্যে সাকিব আল হাসানের থেকে মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে লড়তে চান অধিক প্রার্থী।
ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম থেকে পাওয়া তথ্য মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। এদিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২ হাজার ৭৪১ জন।
ইসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানের আসনে সাকিবসহ মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে নড়াইল-২ আসন মাশরাফি বিন মুর্তজার আসনে মোট প্রার্থী নয়জন।
মন্তব্য করুন