কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসীকে নির্বাচন প্রত্যাখ্যান করার আহ্বান : এবি পার্টির

রাজধানীতে গণসচেতনতামূলক প্রচারপত্র বিলি ও পথবক্তব্য দেয় আমার বাংলাদেশ পার্টি। ছবি : কালবেলা
রাজধানীতে গণসচেতনতামূলক প্রচারপত্র বিলি ও পথবক্তব্য দেয় আমার বাংলাদেশ পার্টি। ছবি : কালবেলা

দেশবাসীকে আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এই নির্বাচনে ভোট চাওয়ার জন্য যারা যাবে তাদের চাল, ডাল, তেল, পিঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগর ও পল্টন এলাকায় প্রহসনের নির্বাচন বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে গণসচেতনতামূলক প্রচারপত্র বিলি ও পথবক্তব্যে এসব কথা বলেন দলের নেতারা।

দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হোসেন ও শ্রমিক নেতা শাহ্ আব্দুর রহমানসহ কেন্দ্র এবং মহানগর নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। তারা পল্টন, বিজয় নগর, নয়াপল্টন, কাকরাইল, সেগুন বাগিচাসহ বিভিন্ন অঞ্চলে সর্বসাধারণের মাঝে ‘প্রহসনের নির্বাচন বর্জন করুন’ এই শিরোনামে প্রচারপত্র বিলি করেন। আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে প্রতারণামূলক সাজানো নাটক ও অর্থলোপাটের ডামি নির্বাচন আখ্যায়িত করে দলের নেতারা পথবক্তব্য রাখেন।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এই নির্বাচন সবদিক দিয়ে অবৈধ ও সংবিধানের লংঘন। যারা এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত তারা জনতার আদালতে দেশদ্রোহী। তিনি দেশবাসীকে এই নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জন করার আহ্বান জানান।

সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু জনগণকে উদ্দেশ্য করে বলেন, যারা নৌকা বা নানা মার্কা সম্বল করে ডামি নির্বাচনে আপনাদের কাছে ভোট চাইতে যাবে তাদের কাছে আপনারা পিয়াজের কেজি কেনো আড়াইশ টাকা তা জিজ্ঞাসা করবেন। ১০ টাকা কেজি দরে চাল কেথায়? বিনামূল্যে সার কই? সাগর রুনি হত্যার বিচার কেন হয়নি- এসব বিষয়ে প্রশ্ন করবেন। চাল, ডাল, তেল, পিঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে কারা ৯২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তা জানতে চান?

তিনি বলেন, এসব প্রশ্নের উত্তর ছাড়া কেউ ভোট দিতে যাবেন না। এটা আমাদের আহ্বান ও অনুরোধ। তিনি রংপুরে প্রচারপত্র বিলি কর্মসূচি পালনকালে এবি পার্টির ৩ নেতাকে তুলে নিয়ে থানায় নির্যাতন এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, অধ্যাপক আবু হেলাল, এসএম আক্তারুজ্জামান, ছাত্রপক্ষের আহ্বায়ক মো. প্রিন্স, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, আব্দুল হালিম নান্নু, আমিরুল ইসলাম নুর, শাহজাহান বেপারী, আমেনা বেগম, আমানুল্লাহ খান রাসেল, মশিউর রহমান মিলু, যুবপার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, ছাত্রপক্ষের সহকারী সদস্য সচিব হাসিবুর রহমান খান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলে প্রাণ নেই কেন? নতুন তথ্য দিল নাসা

২ লাখ টাকায় খুন করানো হয় প্রবাসী স্ত্রীকে, দাবি পুলিশের

এআইয়ের কারণে মাইক্রোসফট থেকে বাদ পড়ছে ৯ হাজার কর্মী 

০৩ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

সাড়ে ৩ কোটি টাকার হিসাব নেই কুবিতে

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

০৩ জুলাই : আজকের নামাজের সময়সূচি

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার 

‘আমার লক্ষ্য কেবল নির্বাচন নয়, জনগণের অধিকার নিশ্চিত করা’

১০

চাঁদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১১

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

১২

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

১৩

ইসরায়েলের পতাকা হাতে ভিডিও ভাইরাল, মিস ইন্দোনেশিয়া থেকে তরুণী বাদ 

১৪

ইরানের পাঁচশ মিসাইলের মধ্যে ২০০টি ঠেকিয়ে ইসরায়েলের খরচ গেল কত?

১৫

নির্বাচিত সরকার ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না : লায়ন ফারুক

১৬

জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেয়া হবে : মুরাদ

১৭

সদস্যপদ নবায়ন কার্যক্রম গতিশীল করতে বৈঠক বিএনপির

১৮

জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি : আমিনুল হক

১৯

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডিএসসিসির সঙ্গে এনজিও’র সমঝোতা সই

২০
X