বলিউডের ভার্সেটাইল অভিনেতা ভিকি কৌশল। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। কাজ করেছেন বলিউডের বাঘা বাঘা সব নির্মাতার সঙ্গে। এবার আরও একবার ভিন্ন লুকে ধরা দিলেন এ অভিনেতা। যেখানে ভিকিকে চেনা দায়। ১৯ আগস্ট প্রকাশ পেয়েছে ভিকির আরও একটি নতুন সিনেমা ‘ছাভা’র টিজার।
ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন তিনি। টিজারে ভয়ংকর এক ভিকিকে দেখেছে দর্শক। যার মধ্যে কোনো ভয় ডর নেই। মাথায় লম্বা চুল, পড়নে রাজকীয় পোশাক। হাতে গলায় ভারি গহনা। তা নিয়ে শত শত শক্রর বিরুদ্ধে একাই লড়াই করছেন তিনি।
১ মিনিট ১২ সেকেন্ডের টিজারটি শেয়ার করে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ভিকি লিখেছেন, ‘স্বরাজ্যের রক্ষাকারী, ধর্মের রক্ষক ছাভা আসছে। একজন সাহসী যোদ্ধার অসাধারণ ইতিহাস নিয়ে। মুক্তি পেয়েছে টিজার। প্রেক্ষাগৃহে গর্জন তুলবে ২০২৪ সালের ৬ ডিসেম্বর।’
সিনেমায় ভিকির বিপরীতে দেখা যাবে রাশমিকাকে। তিনি সম্ভাজি মহারাজের স্ত্রী ইসুবাই ভোঁসলের চরিত্রে অভিনয় করবেন।
মন্তব্য করুন