জমে উঠেছে বলিউড স্টার হৃতিক রোশনের প্রেম। প্রেমিকা সাবা আজাদের সঙ্গে নানা জায়গায় ঘুরছেন তিনি। সেসবের ছবি পোস্ট করছেন নিজেদের ইনস্টাগ্রামে। অথচ শুরুর দিকে লুকিয়ে রেখেছিলেন তাদের সম্পর্ক।
সম্প্রতি বিদেশে ছুটি কাটাচ্ছেন হৃতিক-সাবা। আর্জেন্টিনার রাস্তায় একে অপরের হাত ধরে হেঁটে বেড়াচ্ছেন। কখনো ঢুঁ দিচ্ছেন কফিশপে। ইনস্টাগ্রামে পোস্ট করছেন নিজেদের সেলফি। তেমনই এক ছবিতে দেখা যাচ্ছে নায়কের মাথায় টুপি, পরনে লম্বা কোট। পাশেই বসে আছেন সাবা। তার চুল খোলা ও কোঁকড়ানো। পরনে বড় সোয়েটার। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুজনে। এমন ছবি পোস্ট করে হৃতিক লিখেছেন, ‘উইন্টার গার্ল’।
আরও পড়ুন : সালমান বিয়ে না করলে খালি পায়েই থাকবেন রাখি
২০২২ সালের ফেব্রুয়ারিতে হৃতিক-সাবাকে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায়। তারপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা তুঙ্গে। রোশন পরিবারের সঙ্গে সময়ও কাটিয়েছেন সাবা। শিগগিরই নাকি সাত পাকে ঘুরতে চলেছেন হৃতিক।
উল্লেখ্য, ২০০০ সালে সুজান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হৃতিক। এই দম্পতির রয়েছে দুই ছেলে; হৃহান ও হৃদান। ২০১৪ সালে সুজানের সঙ্গে বিচ্ছেদ হয় হৃতিকের। বর্তমানে আর্সনাল গোনির সঙ্গে সম্পর্কে আছেন সুজান। অন্যদিকে গত বছর থেকে সাবার প্রেমে মজেছেন হৃতিক।
মন্তব্য করুন