খালি পায়ে দেখা গেল অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। যদিও পরনে ছিল ক্রপ টপের সঙ্গে জিন্স। এমন লুকে মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
বিমানবন্দরে হঠাৎ খালি পায়ে কেন রাখি? কারণ ব্যাখ্যা করে সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি চাই সালমান খান যেন বিয়ে করেন। তিনি যদি বিয়ে না করেন, আমি জুতা পরব না। শ্রীলঙ্কা, দুবাই থেকে আমি খালি পায়ে এসেছি।
সালমান খান কাকে বিয়ে করবেন? উত্তরে রাখি বলেন, আমার ভাইয়ের মনে একজন আছেন।
বলিউড ভাইজানের উদ্দেশ্যে রাখি আরও বলেন, সালমান ভাই, দয়া করে বিয়ে করো। আমাদের দেশকে সন্তান দাও।
আদিলকে গোপনে বিয়ে করেছিলেন রাখি। তবে বিয়ের খবর জানাজানি হওয়ার পর আদিল রাখিকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চাননি। তখন সালমান খানের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হয়েছিল বলে জানিয়েছিলেন রাখি। কিছুদিন আগে আদিলকে ডিভোর্স দিয়েছেন এই অভিনেত্রী।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
মন্তব্য করুন