বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ভেঙে ফেলা হচ্ছে দিলীপ কুমারের সুবিশাল বাংলো!

ভাঙা হচ্ছে দিলীপ কুমারের বাংলো। ছবি : সংগৃহীত
ভাঙা হচ্ছে দিলীপ কুমারের বাংলো। ছবি : সংগৃহীত

ভেঙে ফেলা হচ্ছে বলিউডের প্রথম সুপারস্টার দিলীপ কুমারের স্মৃতিবিজড়িত পালি হিলসের বাংলো। এটি ভেঙে তৈরি করা হবে বিলাসবহুল বহুতল ভবন। বছর দুয়েক আগেই সবাইকে কাঁদিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সেরা এই অভিনেতার সুবিশাল বাংলো ভেঙে তৈরি হবে মুম্বাইয়ের অন্যতম চোখ ধাঁধানো বিশাল প্রকল্প। মোট ১ দশমিক ৭৫ লাখ বর্গফুট জায়গায় বিলাসবহুল আবাসিক তৈরিতে মোট বাজেট ৯০০ কোটি রুপি। এই বিলাসবহুল আবাসনটি ১১ তলা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: ভারতে পালিয়ে আসা পাক গৃহবধূ এবার বলিউডে

ইতোমধ্যেই অভিনেতার পরিবারের পক্ষ থেকে আসার গ্রুপ নামে এক সংস্থার সঙ্গে চুক্তিপত্র সই করা হয়েছে।

সূত্রের খবর, বহুতল এই আবাসিকের একেবারে গ্রাউন্ড ফ্লোরে দিলীপ কুমারের নামে একটি মিউজিয়ামও তৈরি হবে। যেখানে অভিনেতার জীবদ্দশায় ব্যবহৃত পোশাকসহ বহু দুর্মূল্য ছবিও থাকবে। মিউজিয়ামে আগত অতিথিদের জন্য আলাদা প্রবেশদ্বারও থাকছে।

গত গত পাঁচ বছর ধরে দিলীপ কুমারের এই পালি হিলস বাংলোর জমি নিয়ে একটি আইনি জটিলতা চলছে। পরবর্তীতে মানহানির মামলা দায়ের করেছিলেন অভিনেতার স্ত্রী সায়রা বানু।

সেসব আইনি জটিলতা কাটিয়ে এবার বিলাসবহুল আবাসিক তৈরি হচ্ছে সেখানে। ইতোমধ্যেই নাকি দিলীপ কুমারের পালি হিলসের বাংলো ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সালের মধ্যে তৈরি হয়ে যাবে ১১ তলার বিলাসবহুল আবাসিক।

১৯৫৪ সালে এই জমি কিনে বাংলো তৈরি করেছিলেন দিলীপ কুমার। তখন দাম ছিল মোটে ১ দশমিক ৪ লাখ রুপি।

দিলীপ কুমারের জন্ম ১৯২২ সালে অবিভক্ত ভারতের পেশোয়ারে। বর্তমানে স্থানটি পাকিস্তানের খাইবার পাখতুনওয়ার অন্তর্ভুক্ত। তার পারিবারিক নাম ইউসুফ খান, তার মাতৃভাষা হিন্দকো।

১৯৪৩ সালে আওধ মিলিটারি ক্যান্টিনে সে সময়ের প্রখ্যাত নায়িকা এবং চলচ্চিত্র নির্মাতা দেবিকা রানির সঙ্গে পরিচয় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

দেবিকা রানির ভীষণ ভালো লেগে যায় এই সুদর্শন তরুণকে। তিনি ছিলেন বোম্বে টকিজের অন্যতম মালিক। বোম্বে টকিজের পরবর্তী সিনেমা ‘জোয়ার ভাটা’ মুক্তি পায় ১৯৪৪ সালে। আর সেই সিনেমাতেই রুপালি পর্দায় আবির্ভাব ঘটে দিলীপ কুমারের।

১৯৬৬ সালে বলিউডের আরেক সাড়া জাগানো অভিনেত্রী সায়রা বানুকে বিয়ে করেন দিলীপ কুমার। এই দম্পতির কোনো সন্তান নেই।

দিলীপ কুমার বাংলাদেশে এসেছিলেন নব্বইয়ের দশকে। সে সময় এদেশের ভক্তদের ভালোবাসায় প্লাবিত হন তিনি। তার ব্যক্তিত্বে মুগ্ধ হন এদেশের ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকে হালদারের সহযোগী তাজবীরের জামিন

চট্টগ্রামে মিলল বিপুল জাল টাকা

পেনাল্টিতে গোল হজম করে বিরতিতে হামজারা

১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ২৯ জেলায় বৃষ্টির আভাস

মিরপুরের আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬

নভেম্বরে গণভোট চাওয়াদের কোনো মাস্টারপ্ল্যান আছে কিনা, প্রশ্ন রিজভীর

ফ্রান্সে ‘আশা এবং আমার সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব

শাপলা প্রতীক না পাওয়ার প্রশ্নে যা বললেন সারজিস আলম

দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে ব্রাজিলের হার

ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী

১০

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

১১

বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

১২

সরিয়ে দেওয়া হলো শিক্ষার ডিজিকে 

১৩

ভিকারুননিসার ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

১৪

গাজাকে নতুন করে নির্মাণ নিয়ে কী বলছেন ট্রাম্প

১৫

সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন  / বেবী নাজনীন, পূর্ণিমা এবং কাজী জেসিন

১৬

শিশুশ্রম নিরসনে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে

১৭

টিকটক বানাতে গিয়ে প্রাণ গেল হৃদয়ের

১৮

সেপ্টেম্বরে সড়কে ঝড়ল ৫০২ প্রাণ

১৯

ধবলধোলাই এড়ানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

২০
X