বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। পরিচালক গৌতম হালদারের ‘ভালো থেকো’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এবার বাংলা গানে লিপ দিয়ে খবরের শিরোনাম হলেন তিনি।
সোমবার (১৮ আগস্ট) বিদ্যা তার স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন, সেই পোস্টে তাকে দেখা যায় অভিনেতা অনির্বাণের ভাইরাল গান ‘আমাদের বকুল তলায় ভিড় জমেছে…’-এর সঙ্গে লিপ দিচ্ছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ২০০৩ সালে বড় পর্দায় যাত্রা শুরু করেন। ক্যারিয়ারের শুরুতেই একাধিক হিট সিনেমা উপহার দেন। এরপর বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় উঠে আসেন তিনি। তবে অভিনয়ে এখন আর সেভাবে দেখা যায় না তাকে।
সবশেষ বিদ্যা ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় অভিনয় করেন। আনিস বাজমির পরিচালনায় এতে আরও অভিনয় করেন কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি।
মন্তব্য করুন