বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে এক অবিশ্বাস্য ঘটনার কথা শোনালেন তার ছেলে, অভিনেতা ববি দেওল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বাবা যেমন ভীষণ আবেগপ্রবণ, তেমনি পরিবারকে রক্ষার ক্ষেত্রে কঠোর এবং রাগীও।
ববি বলেন, ছোটবেলায় তাদের বাড়িতে প্রায়ই এক ভক্ত হুটহাট চলে আসতেন। একদিন হঠাৎ সেই ভক্ত ধর্মেন্দ্রকে সামনে পেয়ে পায়ের কাছে বসে জোরে চিৎকার শুরু করেন। তখন ধর্মেন্দ্র বিশ্রাম নিচ্ছিলেন। আচমকা এই চিৎকারে ঘুম ভেঙে গিয়ে ক্ষুব্ধ হন তিনি। মুহূর্তেই ঘর থেকে বের হয়ে ভক্তটিকে প্রচণ্ড মারধর করেন।
ছোট ববি বাবার এমন আচরণ দেখে আতঙ্কিত হয়ে যান। তার মনে প্রশ্ন জাগে, ‘বাবা কেন এমন করছেন?’ পরে বুঝতে পারেন— পরিবারকে রক্ষার ব্যাপারে ধর্মেন্দ্র ছিলেন অত্যন্ত কড়া।
তবে এখানেই শেষ হয়নি ঘটনা। কিছুক্ষণ পর শান্ত হয়ে ধর্মেন্দ্র নিজের আচরণের জন্য অনুশোচনা বোধ করেন। সঙ্গে সঙ্গেই তিনি ভক্তটিকে বসতে দেন এবং নিজ হাতে এক গ্লাস দুধ খেতে দেন।
ববির ভাষায়, ‘বাবা তাকে দুধ পান করিয়ে বোঝাতে চেয়েছিলেন, এমন আচরণ ঠিক হয়নি, তবে তারও ভক্তের প্রতি মমতা ছিল।’
মন্তব্য করুন