দীর্ঘদিনের গুঞ্জন যেন অবশেষে বাস্তবে রূপ নিল। বিচ্ছেদের পর ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও মডেল মাহিকা শর্মাকে একসঙ্গে দেখা যাওয়ায় ফের সরগরম বলিউড থেকে ক্রিকেটপাড়া।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাতে মুম্বাই বিমানবন্দরে ক্যামেরায় একই ফ্রেমে দেখা যায় তাদের। আর তাতেই যেন নতুন করে জ্বলে উঠেছে তাদের সম্ভাব্য সম্পর্কের গুঞ্জন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, একই গাড়িতে আসা এবং বিমানবন্দরে মাহিকাকে আগলে রাখার দৃশ্য।
এটা দেখে অনেকেই মনে করছেন, হার্দিক হয়তো এভাবেই তারা তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন। হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট ও বিনোদন মহলে কানাঘুষা চলছিল। এদিন তারা মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।
জানা যায়, বিমানবন্দরে ওঠার আগ পর্যন্ত হার্দিক ২৪ বছর বয়সী এই মডেল প্রেমিকার প্রতি বেশ যত্নশীল ছিলেন ।
গত কয়েক মাস ধরে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ছিল চর্চা। ২০২৪ সালে তিনি স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে দুজনই এক যৌথ বিবৃতিতে জানান, পারস্পরিক সম্মতিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের একমাত্র ছেলে, আগাস্ত্যকে দুজনে মিলে লালনপালন করছেন।
নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের নাম প্রথমে জুড়েছিল মডেল জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। সে সময় তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গেলেও, পরে জানা যায় সেই সম্পর্কও নাকি ভেঙে গেছে। এরপর থেকেই নতুন করে হার্দিকের নাম জড়াচ্ছে মডেল মাহিকা শর্মার সঙ্গে।
মন্তব্য করুন