ম্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

হার্দিকের ‘বাই-বাই’ সেলিব্রেশন, বাবরের তীক্ষ্ণ চাহনি!

আলোচিত সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত
আলোচিত সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটবিশ্বে বাড়তি রোমাঞ্চ, আর দুবাইয়ের গরম আবহাওয়ার চেয়েও যেন গা ছমছমে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির এই লড়াই! তবে উত্তেজনার পারদটা কয়েকগুণ বাড়িয়ে দিলেন হার্দিক পান্ডিয়া ও বাবর আজম—একজনের তীক্ষ্ণ বিদায়ী ইঙ্গিত, আরেকজনের নীরব প্রতিক্রিয়া যেন গোটা ম্যাচের অনন্য এক মুহূর্ত হয়ে থাকল।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালোচনার শিকার হয়েছিলেন বাবর আজম। কিন্তু আজ যেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েই নেমেছিলেন পাকিস্তানের সেরা ব্যাটার—প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালাচ্ছিলেন। মাত্র ২৬ বলে ২৩ রান, তাতে ঝলসে উঠেছিল ৫টি দুর্দান্ত চারের ঝলক। ভারতীয় বোলারদের চোখে চোখ রেখে জবাব দিচ্ছিলেন বাবর, তবে হার্দিক পান্ডিয়ার এক চালাকির সামনে শেষ পর্যন্ত হার মানতে হলো পাকিস্তানের তারকা ব্যাটারকে।

ইনিংসের নবম ওভারে হার্দিক পান্ডিয়া গতি ও লেন্থে পরিবর্তন আনলেন। অফ-স্টাম্পের বাইরে সামান্য পেছনে টেনে নেওয়া বল, যা দেখে বাবর আজম ভেবেছিলেন তার প্রিয় কভার ড্রাইভটি খেলা যাবে। কিন্তু সেটাই হলো তার ভুল! ব্যাটের মাথায় লেগে বল সরাসরি চলে গেল কেএল রাহুলের গ্লাভসে, যিনি বিদ্যুৎগতিতে ঝাঁপিয়ে পড়ে নিখুঁত ক্যাচ তালুবন্দি করলেন।

এরপরেই এলো সেই আলোচিত মুহূর্ত!

উল্লাসে ফেটে পড়লেন ভারতীয় খেলোয়াড়রা, কিন্তু হার্দিক পান্ডিয়া যেন এক ধাপ এগিয়ে। ঠান্ডা মাথায় বাবরের দিকে তাকিয়ে হাতে ইঙ্গিত করলেন ‘বাই-বাই’—এমন এক বিদায়ী অভিবাদন, যা মুহূর্তেই ভাইরাল হতে বাধ্য!

হার্দিকের এই অভিব্যক্তির জবাবে বাবর আজম কোনো কথা বলেননি, তবে তার চাহনীতে ছিল এক অদ্ভুত শূন্যতা। হতাশা লুকানোর কোনো চেষ্টা ছিল না, কারণ তিনি জানতেন—এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তার উইকেটের মূল্য কতখানি। সেই চাপ যেন আরও বেড়ে গেল পরের ওভারেই, যখন আরেক ওপেনার ইমাম-উল-হক অক্ষর প্যাটেলের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফেরেন।

পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও, ভারতীয় বোলারদের আগ্রাসনের সামনে তাদের ইনিংস যে এক চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবে, তা বোঝাই যাচ্ছে। অন্যদিকে, আগের ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী ভারতীয় দল এই ম্যাচেও নিজেদের আধিপত্য ধরে রাখার লক্ষ্য নিয়ে নেমেছে।

দুবাইয়ের উত্তপ্ত আবহাওয়া, ভারত-পাকিস্তান দ্বৈরথ, তারকাদের আবেগঘন মুহূর্ত—সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচ হয়ে উঠেছে রোমাঞ্চের এক অতুলনীয় অধ্যায়। এখন দেখার পালা, কার হাসি কে হাসে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১০

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১১

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১২

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৩

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১৪

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১৫

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১৬

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৭

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৮

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৯

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

২০
X