কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

মেরিলিন মনরোর বাড়ি হবে ‘মিউজিয়াম’

মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো ও তার বাড়ি। ছবি: সংগৃহীত
মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো ও তার বাড়ি। ছবি: সংগৃহীত

মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো। ষাটের দশকে রূপালি পর্দায় দুর্দান্ত অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন এই অভিনেত্রী। তার লস অ্যাঞ্জেলেসের হেলেনা ড্রাইভের বাড়িটি ভেঙ্গে ফেলার হাত থেকে অবশেষে রক্ষা পেয়েছে। জানা গেছে, বাড়িটিকে মিউজিয়াম হিসেবে তৈরি করা হতে পারে।

অভিনয়ের টাকা জমিয়ে ১৯৬০ সালে ৭৫ হাজার ডলারে ১২৩০৫ ফিফথ হেলেনা ড্রাইভের বাংলো ধরনের বাড়িটি কিনেছিলেন মেরিলিন। যার আয়তন ছিল ২ হাজার ৯০০ বর্গফুট। একতলা এ বাড়িটিতে রয়েছে দৃষ্টিনন্দন সুইমিংপুল, সুন্দর লন আর সাতটি বেডরুম। তার বাড়ির সামনে নামফলকে লেখা ছিল ‘আমার যাত্রা শেষ হলো’।

সে সময় চিত্রনাট্যকার আর্থার মিলারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে একসময় তাদের সম্পর্কটা ভেঙে যায়, কিন্তু মনরো সেই বাড়িতেই থেকে যান। পরে ১৯৬২ সালের ৪ আগস্ট মারা যান মেরিলিন। তদন্তে জানা গিয়েছিল, ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যু হয়েছিল এই অভিনেত্রীর। খবর দ্য গার্ডিয়ানের।

মেরিলিন মনরোর মৃত্যুর পর তার বাড়িটি বেশ কয়েকবার হাতবদল হয়েছে। এ বছর শুরুর দিকে গ্লোরি অব দ্য স্নো ট্রাস্ট ৮ দশমিক ৩৭ মিলিয়ন ডলারে কিনে নিয়েছিল বাড়িটি। তখন থেকেই চলছিল বাড়িটি ভাঙার প্রস্তুতি। কিন্তু তার ভক্তরা বাড়িটিকে বিশেষ নজরে রেখেছিল।

সম্প্রিত বাড়িটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল। তবে ভক্ত ও প্রতিবেশীদের প্রতিবাদে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেছে তারা। মূলত, বাড়িটি বেশ পুরোনো হয়ে যাওয়াই ভাঙার সিদ্ধান্ত নেয় সিটি কাউন্সিল।

এর পরেই বাড়িটি না ভাঙার দাবিতে ফোন ও ই-মেইলের মাধ্যমে প্রতিবাদ জানান আশপাশের বাসিন্দা ও মেরিলিনের ভক্তরা। অবশেষে বাড়িটি ভাঙার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিটি কাউন্সিল। তবে তারা জানিয়েছে, বাড়িটিকে ঠিকঠাক রাখতে হলে রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এজন্য একটি কমিটিও তৈরি করা হয়েছে। এই কমিটি পরীক্ষা-নিরীক্ষা শেষে জানাবে কীভাবে টিকিয়ে রাখা যায় বাড়িটি।

সিটি কাউন্সিলের পক্ষ থেকে ট্রসি পার্ক বলেন, ‘মেরিলিন আমাদের কাছে শুধু অভিনেত্রীই নন, তিনি এক দৃষ্টান্ত। ছোটবেলা থেকে অনাথালয়ে বেড়ে উঠেছেন। হাজারো প্রতিকূলতার সঙ্গে লড়াই করে একসময় হয়ে উঠেছেন কিংবদন্তি। বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলেও প্রতিবেশী ও তার অনুরাগীদের অনুরোধে আমরা সিদ্ধান্ত প্রত্যাহার করেছি। বাড়িটিকে হলিউডের ইতিহাস ধারণের অংশ হিসেবে ও লস অ্যাঞ্জেলেসের ইতিহাস, সংস্কৃতির প্রতীক হিসেবে সংরক্ষণ করা হবে। সম্ভব হলে বাড়িটিকে মিউজিয়ামও বানানো হতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ কত, জানাল বাংলাদেশ ব্যাংক

করাচির সাত্তার বকশের কাছে পরাজিত স্টারবাকস

ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স : মহাপরিচালক

যুবলীগ নেতাকে বেআইনি সুবিধা, কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজড

‘রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ নিয়োজিত থাকবে’

দেশের সর্বোচ্চ উচ্চতার আদিযোগী শিবমূর্তি গাইবান্ধায়

৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু 

মালয়েশিয়ায় বিয়ে করা নিয়ে প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সহকারী রাজস্ব কর্মকর্তা 

যে ৫ ধরনের ব্যক্তির জন্য বেগুন খাওয়া বিপজ্জনক

১০

দিনদুপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগসহ মোটরসাইকেল ছিনতাই

১১

নাগরিক নিরাপত্তা অধিকার হুমকির মুখে, আসকের বিবৃতি

১২

ধানমন্ডির রাশিয়ান হাউসে ‘জাগো হুয়া সাবেরা’র বিশেষ প্রদর্শনী

১৩

এসএসসি পাসেই আড়ংয়ে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৪

এশিয়া কাপ বয়কটের ডাক দিয়ে যে কারণে সিদ্ধান্ত বদলাল পাকিস্তান

১৫

কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে বৃদ্ধা

১৬

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৪ শতাধিক পদে বড় নিয়োগ, আবেদন যেভাবে

১৭

রেস্তোরাঁয় এক হাঁড়ি স্যুপে প্রস্রাব করে দিল ২ কিশোর, অতঃপর...

১৮

মির্জা ফখরুল- মির্জা আব্বাসসহ ৬৭ জনকে অব্যাহতি

১৯

অতিরিক্ত সচিব ফয়সল ইমামের শাস্তি দাবি বিএআরএফের

২০
X