বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০১:৩৯ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মামলা নিয়ে মুখ খুললেন জায়েদ খান 

মামলা নিয়ে মুখ খুললেন জায়েদ খান। ছবি সংগৃহীত  
মামলা নিয়ে মুখ খুললেন জায়েদ খান। ছবি সংগৃহীত  

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। ৯ বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মহানগর হাকিম জাকী আল ফারাবীর আদালতে গত রোববার ব্যান্ড শিল্পী আসিফ ইমাম এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ খান। তিনি এখন স্টেজ শোয়ের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে জায়েদ খান কালবেলাকে বলেন, আমরা শিল্পী হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে হামলা করে হত্যার চেষ্টা করব এটা কেমন কথা। আমার মনে হয় প্রকৃত অপরাধীদের আড়াল করতে শিল্পীদের জড়িয়ে এ ধরনের মামলা করা হচ্ছে। রাজনৈতিক ভিন্ন মতাদর্শ থাকলেও শিল্পীরা হলো ফুলের মতো। তারা সংঘাতে বিশ্বাসী না।

তিনি আরও বলেন, এখন যেটা হচ্ছে আমার মনে হয়েছে দেশে অস্থির পরিবেশ তৈরির জন্য একটা মহল চেষ্টা করছে। কেউ যদি অপরাধী হয় অবশ্যই তার শাস্তি হোক চাই আমি। কিন্তু নির্দোষ মানুষ যেন নির্যাতনের শিকার না হয় বিষয়টি দেখতে হবে। আমি শিল্পী সমিতিতে একাধিকবার নির্বাচিত হয়েছি। কে কোন দলের সেটি বিবেচনায় কিন্তু কাজ করিনি। শিল্পীরা সবাই সমান।

জায়েদ খান বলেন, একটা দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল। চলচ্চিত্রের উন্নয়ন, অসহায় শিল্পীদের সহায়তাসহ নানা কারণেই তাদের সঙ্গে আমাদের বসতে হয়েছে। অনেকেই তাদের সমর্থকও থাকতে পারেন। কিন্তু একটা মামলা করার আগে দেখতে হবে তারা অন্যায় কিছু করেছেন কিনা। মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশে আসামিরা অস্ত্র নিয়ে তার গাড়িবহরে হামলা চালান। গাড়িবহরের ১২/১৪টি গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন।

এরই মধ্যে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিনা কাপুর আমার স্ত্রী ছিলেন,দাবি করলেন ‘মুফতি’ কাভি

মারা গেলেন ফিলিস্তিনি নির্মাতা মোহাম্মদ বাকরি

মালিকানা বদলের পর ১ কোটি ১০ লাখ টাকা কী পাবেন নাঈম?

আতাউর রহমান বিক্রমপুরীকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য মিথ্যা : কারা কর্তৃপক্ষ

পুরুষদের হরমোন ভারসাম্যহীনতার প্রাথমিক ৫ লক্ষণ

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনায় নজর থাকবে : জামায়াত আমির

বন্দিদের মুক্তির নামে প্রতারণা, জনগণকে সতর্ক থাকার আহ্বান

নবী (সা.)-এর ন্যায়পরায়ণতায় দেশ পরিচালনা করব : তারেক রহমান

তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো : আখতার

এলডিপির দায়িত্বে চাঁদপুরের বিল্লাল হোসেন

১০

১২ কেন্দ্রে হবে জবির বিজ্ঞান অনুষদের পরীক্ষা, আসনপ্রতি লড়বে ৮৫ জন

১১

অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান

১২

তারেক রহমানকে নিয়ে বান্নাহর আবেগঘন পোস্ট

১৩

ক্রেতা ও ডেভেলপারদের মিলনমেলায় পরিণত রিহ্যাব ফেয়ার

১৪

ময়মনসিংহে ভোটের গাড়ির মনোজ্ঞ পরিবেশনা

১৫

হাতিয়ার সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় মামলা

১৬

নাহিদের পোস্ট / তারেক রহমানের দেশে ফেরা, গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন

১৭

প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

১৮

জকসু নির্বাচনী প্রচারণায় ছুটির দিনে জবি ক্যাম্পাসে জামাল ভুঁইয়া

১৯

মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, বিদেশি নাগরিকসহ সবাই নিহত

২০
X