বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিভোর্স অ্যানিভার্সারি উদযাপন করলেন পরী (ভিডিও)

পরী মণি। ছবি : সংগৃহীত
পরী মণি। ছবি : সংগৃহীত

স্বামী ও প্রেমিক পাল্টানোয় কুখ্যাতি রয়েছে ঢাকাই নায়িকা পরী মণির। গণমাধ্যমের বিভিন্ন সময়ের খবরে জানা যায়, তার বিয়ের সংখ্যা চার, প্রেমের সংখ্যা পাঁচ। নায়িকার সর্বশেষ স্বামী অভিনেতা শরিফুল রাজ। তবে সেই সংসারও ভেঙেছে।

‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। ২০২১ সালের অক্টোবরে বিয়ে হয় তাদের। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে জন্ম নেয় সন্তান রাজ্য। কিন্তু ছেলের বয়স এক বছর হতে না হতেই নানা কলহ ও অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরী। এবার নিজের ডিভোর্স অ্যানিভার্সারি উদযাপন করলেন নায়িকা।

সিনেমায় খুব বেশি যুত করতে পারেননি পরী। কাজের চেয়ে ব্যক্তিজীবন সামনে এনে নেটিজেনের নজর লুফে নিয়েছেন বেশি। বিয়ে, দাম্পত্য কলহ, সন্তানের জন্মদিন—এসবের মাধ্যমেই কদিন পরপর আলোচনায় আসেন এই নায়িকা। দেশের শোবিজ তারকাদের মধ্যে পরীর ফলোয়ারই বেশি। এই অর্জনটাকে ভালোভাবেই কাজে লাগান পরী। এই যেমন ডিভোর্স অ্যানিভার্সির মতো একটি বিষয় সামনে এনে চর্চায় চলে এলেন নায়িকা।

ডিভোর্স অ্যানিভার্সারি উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পরী। তাতে নায়িকা লিখেছেন, আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।

কোলের মধ্যে নিজের সন্তান, পালিত সন্তান ও কুকর নিয়ে একটি ছবি তুলে ওই পোস্টে জুড়ে দিয়েছেন নায়িকা। পাশে দেখা গেছে বেলুন। ছবিতে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে পরীকে। ওই পোস্টের মাঝামাঝি তিনি লিখেছেন, আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।

পরী আরও লিখেছেন, আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! শুকরিয়া। আমরা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী।

পরীর পোস্টটি মন জয় করেছে তার ভক্তদের। প্রশংসায় ভাসছেন এই নায়িকা। তবে এ বিষয়ে শারিফুল রাজকে মাথা ঘামাতে দেখা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৪ আসনে নতুন প্রার্থী বিএনপির

গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

শেরপুরের তিনটি আসনে বিএনপির ভরসা যারা

ময়মনসিংহের ১১টি আসনের ৯টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

মধ্যরাতে বিএনপির চার নেতাকে বহিষ্কার

খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় ফেনীতে উচ্ছ্বাস

মেসিকে সেরা মানতে নারাজ রোনালদো!

বগুড়ায় বিএনপির প্রার্থী হলেন যারা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা?

দাবি আদায়ে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

১০

তুরাগে মোস্তফা জামানের উঠান বৈঠকে জনতার ঢল

১১

বিএনপি শুধু পরিবর্তনের কথা বলে না, বাস্তবায়নও করে : মিল্লাত

১২

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল

১৩

বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

১৪

বাবার আসন পুনরুদ্ধারে লড়বেন নায়াব ইউসুফ

১৫

সহকর্মীকে আপত্তিকর মন্তব্যের দায়ে নিউরোসার্জনকে অব্যাহতি

১৬

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপির ভরসা মমিনুল হক

১৮

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বহালসহ ৮ দাবিতে আলটিমেটাম

১৯

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ‘সুখবর’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X