সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রূপে দেখা গেছে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। ‘শ্যাম বাজার’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেটির শুটিং হয়েছে ১২ জুন। দৃশ্যধারণের কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন হিরো আলম। যেখানে নতুন রূপে দেখা গেছে তাকে।
সংবাদমাধ্যমকে হিরো আলম জানান, আধিপত্য বিস্তারের লড়াইকে কেন্দ্র করে তৈরি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘শ্যাম বাজার’ সিনেমা। এর কাহিনি ও সংলাপ লিখেছেন বাবুল রেজা। পরিচালনা করেছেন আকাশ আচার্য্য।
পরিচালক বলেন, হিরো আলম মেধাবী আর্টিস্ট। কাজের বাইরে তার অন্য কোনো চাহিদা নেই। আর আমার মনে হয়, অভিনয়ের জন্য সুন্দর চেহারার প্রয়োজন হয় না। তবে ভালো অভিনয় জানা জরুরি, যেটা আলম পারেন। আশা করি দর্শক এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় নতুন রূপে হিরো আলমকে দেখবেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে হিরো আলমের সিনেমা ‘টোকাই’। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘মার ছক্কা’। ২০২০ সালে মুক্তি পায় ‘সাহসী হিরো আলম’। এ ছাড়া ২০১৮ সালে ‘বিজু দ্য হিরো’ নামে একটি বলিউড সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি।
মন্তব্য করুন