চোখের অস্ত্রোপচার করিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে অভিনেত্রীর বাম চোখে অস্ত্রোপচার হয়। এখন অনেকটাই সুস্থ আছেন নুসরাত।
অস্ত্রোপচারের কথা নিশ্চিত করেছেন অভিনেত্রীর মা ফেরদৌসী বেগম। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই নুসরাতের বাঁ চোখে সমস্যা হচ্ছিল। রোববার সন্ধ্যার পর বনানীর এক হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।
ফেরদৌসী বেগম আরও জানান, চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে কাজ বন্ধ রাখতে হয়েছে নুসরাতকে। যদিও চোখের জটিল কোনো সমস্যা হয়নি। প্রায় দেড় ঘণ্টা ধরে চলেছে অস্ত্রোপচার।
আরও পড়ুন : পরীমণি জানালেন ‘জীবন কীসে আটকায়’
অভিনেত্রীর মা জানান, পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে নুসরাত ফারিয়ার। এরপর শুটিংয়ে ফিরবেন তিনি।
অন্যদিকে রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি পোস্ট করেন ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি।
মন্তব্য করুন